আজকের ম্যাচের জন্য যে একাদশ তৈরি করলেন আশরাফুল

২০০৫ সালে শক্তিশালী ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সাথে ত্রিদেশী সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছিলো বাংলাদেশ। সে ম্যাচের জয়ে নায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। আর তাই তো ওই মাঠের বৈশিষ্ট আশরাফুলের থেকে ভালো কেউই জানে না। মাঠ বিবেচনায় চার পেসার নিয়ে খেলার পরামর্শ দিলেন তিনি। তিনি মনে করেন এ মাঠে স্পিন থেকে পেসাররা বেশী কার্যকর।
এই ম্যাচ নিয়ে আশরাফুল বলেন, “কার্ডিফের মাঠ সোজা বরাবর ছোট। এছাড়াও মাঠে প্রচুর বাতাস থাকে। বেশ ঠাণ্ডাও। এসব জায়গায় পেসাররা ভালো করে। তাই আমার মনে হয় একজন বাড়তি পেসার খেলালে ভালো হয়। আর স্পিন অপশন বাড়ানোর চিন্তা করলে আমার মনে হয় মোসাদ্দেককে ফিরিয়ে আনা যেতে পারে। চার পেসার নিয়ে খেললে একটা কিছু হতে পারে। ”
তবে চার পেসার নিয়ে খেললে অবশ্যই বাদ পড়তে হবে মিরাজকে। আর মোসাদ্দেককে যদি ব্যাটিং অলরাউন্ডার হিসাবে নেওয়া হয় তাহলে বাদ পড়ে ইমরুল কায়েস। তার মানে একাদশ হয়। তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন