আজকের ম্যাচে আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে: মেসি
ফিরতি লেগে প্রত্যয়ী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে ছন্দ হারানো বার্সেলোনা। আজ ভিসেন্তে কালদেরনে মাঠে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হতে যাওয়া এ লড়াই তাই দারুণ উত্তাপ ছড়াচ্ছে।
তবে এ ছন্দপতনে আত্মবিশ্বাসে একটুও ভাটা পড়েনি লিওনেল মেসির। শেষ ম্যাচে সোসিয়েদাদের বিপক্ষে হোঁচট খেলেও এখনও নিজেদের আত্মবিশ্বাস তুঙ্গেই আছে বলে জানিয়েছেন মেসি।
এ মাসের শুরুতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ৩৯ ম্যাচ পর জয়ের রথ থামে বার্সেলোনার। এরপর গত শনিবার রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হারে মেসিরা। এই দুই ম্যাচের আগে তারা গত ২০ মার্চ ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।
এখন অ্যাথলেটিকোর চেয়ে ৩ এবং রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে কাতালানরা। লিগ শিরোপার লড়াইও তাই জমে উঠেছে।
চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য এখনও অপরাজিত বার্সেলোনা। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জেতায় শেষ চারের হাতছানি তাদের সামনে। তবে প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদেরও সুযোগ আছে যথেষ্ট, অ্যাওয়ে গোলের সুবিধায় ফিরতি পর্বে ১-০ ব্যবধানে জিতলেই পরের ধাপে উঠবে তারা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফেইসবুকে নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখার কথা জানান মেসি।
‘মৌসুমের শেষে শিরোপা জেতার সুযোগ রাখতে আমরা বছর জুড়ে কঠিন পরিশ্রম করি’। ‘আমাদের মানসিকতা আগের মতোই আছে। এখনও আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন