আজকে পরীক্ষা দিবেন সানি, পরশু তাসকিন!

এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেন তাসকিন আহমেদ। গতির ঝড় তুলে সব আলো নিজের দিকে টেনে আনেন। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর সবাই ভাবছিলেন টি-২০ বিশ্বকাপেও বাজিমাত করবেন। কিন্তু ম্যাচ রেফারির নির্দয় আচরণে তা ভেস্তে যাচ্ছে।
টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়। শুধু তাসকিন নন, বাঁ হাতি স্পিনার আরাফাত সানির বোলিং নিয়েও প্রশ্ন তোলেন ম্যাচ রেফারি। তার এমন সিদ্ধান্তে বিস্ময়ের সৃষ্টি হয় এবং ক্ষিপ্ত হন কোচ চন্ডিকা হাতুরাসিংহে। ম্যাচ রেফারির পর আইসিসি মেইল দিয়ে জানিয়ে দেয়, চিঠি পাওয়ার এক সপ্তাহের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। সে হিসেবে শুক্রবার পরীক্ষা দেওয়ার কথা বলেছিল আইসিসি। কিন্তু বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপে তা পিছিয়েছে।
আজ শনিবার আরাফাত পরীক্ষা দিতে যাচ্ছেন এবং সোমবার তাসকিন আহমেদ। দু’জনই পরীক্ষা দেবেন চেন্নাইয়ে। শুক্রবার ধর্মশালায় মিডিয়ার মুখোমুখিতে এমনটাই জানান বিসিবি পরিচালক আকরাম খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন