আজকে লজ্জাজনক হারের পর যা বললেন মাশরাফি

প্রথম ম্যাচে বোলার ও ফিল্ডারদের ব্যর্থতায় বড় পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হারের কারণ ব্যাটসম্যানদের দায়িত্বহীনতা। শেষ ৭৯ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। কোনোকিছুই ঠিক হচ্ছে না মাশরাফিদের সাথে। গত ম্যাচে ব্যাটিংটা ভালো হলেও দ্বিতীয় ম্যাচে এই ব্যাটিংই ডুবিয়েছে দলকে।
হারের জন্য যৌক্তিক কোনো কারণ খুঁজে পাননি অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘এভাবে হারাটা খুবই হতাশার।’ নিউজিল্যান্ডকে আজ ২৫১ রানের মধ্যেই বেধে ফেলে তাসকিন-সাকিবরা। তবে ব্যাটসম্যানরা তাদের কাজটা করতে পারেননি। আর তাই ক্ষোভটাও ব্যাটসম্যানদের ওপরই ঝাড়লেন অধিনায়ক।
তিনি বলেন, ‘এই ম্যাচে ব্যাটিংটা একেবারেই ভালো হয়নি আমাদের। উইকেট ভালো ছিল। এই পিচে ২৫২ রান তাড়া না করতে পারার কোনো কারণ খুজে পাচ্ছি না আমি।’
তবে বোলারদের প্রশংসা করেন টাইগার দলনায়ক। ‘এই পিচে নিউজিল্যান্ডের মতো দলকে ২৫০ রানের মধ্যে বেধে রাখা সহজ নয়। বোলাররা দারুণ করেছে আজ।’
মাশরাফির কাঠগড়ায় আপাতত ব্যাটসম্যানরা। ‘ভালো শুরুর পরও উইকেট থ্রো করে ্এসেছি আমরা। দুই উইকেট হারিয়ে যাবার পর ব্যাটসম্যানরাও হতাশ হয়ে পড়েছিল।’
সিরিজ হারলেও মনোবল হারাননি ম্যাশ। তিনি বলেন, ‘সামনে আরো বেশ কয়েকটি ম্যাচ আছে। আমাদের আবার নতুন করে পরিকল্পনা করতে হবে। আর পরের ম্যাচে যাতে ভুলগুলি আর না হয় সেই চেষ্টা করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন