আজহারের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে চালকের আসনে পাকিস্তান

দ্বিতীয় টেস্টে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পাকি ওপেনার আজহার আলী। তৃতীয় তথা শেষ টেস্টেও দলের প্রয়োজনের সময় দলকে অভয় দিল তার ব্যাট। ২৬৬ বলে অসাধারণ ধৈর্যশীল ব্যাটিংয়ে তিন অংক স্পর্শ করলেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি আজহারের ১৪তম সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ২২৩ রান।
২ উইকেটে ১৬৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল সফরকারীরা। কিন্তু এদিনও শুরুতেই উইকেট হারাতে হয় তাদের। স্কোরবোর্ডে মাত্র ৮ রান যোগ হতেই ব্যক্তিগত ১৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন বিদায়ী টেস্ট খেলতে নামা ইউনিস খান। এরপর আজহারের সঙ্গী হন আরেক বিদায়ী ক্রিকেটার অধিনায়ক মিসবাহ-উল হক। মিসবাহ মাঠে নামার সময় ‘গার্ড অব অনার’ প্রদান করেন ক্যারিবীয় ক্রিকেটাররা। প্রথম দিনে ইউনিস খানও একই সম্মান পেয়েছিলেন।
সেঞ্চুরির পথে আজহার ৭টি চার এবং ২টি ছক্কা হাঁকান। এই মুহূর্তে তিনি ১২০ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী মিসবাহ উল হক ব্যাট করছেন ৬ রান নিয়ে। ৩ ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ সমতা।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন