আজহারের ট্রিপলে দুবাই টেস্টে চালকের আসনে পাকিস্তান
আজহার আলির ট্রিপল সেঞ্চুরিতে দুবাই টেস্টে চালকের অাসনে রয়েছে পাকিস্তান। এই ডানহাতির ক্যারিয়ার সেরা ইনিংসে তিন উইকেটে ৫৭৯ রানে নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে মিকি আর্থারের দল। পাকিস্তানের হয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন আহজার। এক উইকেটে ৬৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম দিনের এক উইকেটে ২৭৯ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান আজহার আলির ব্যাটে চড়ে দারুণ সূচনা করে দ্বিতীয় দিনেও। তাকে যথাযথ সঙ্গ দিতে থাকেন আসাদ শফিক। ক্যারিয়ারের চতুর্দশ অর্ধশতক তুলে ব্যক্তিগত ৬৭ রান করে শফিক আউট দলীয় ৩৫২ রানে। এক প্রান্ত আগলে রেখে দ্বিশতক হাকান আজহার। বাবর আজমকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে পাকিস্তানের ইনিংস লম্বা করতে থাকে এই জুটি। ব্যক্তিগত ৬৯ রান করে দলীয় ৫১৭ রানে আউট হন বাবর। তবে আজহার আলি ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি করার পরপরই ৫৭৯ রানে নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে পাকিস্তান।
ব্যাট করতে নেমে দলীয় ৪২ রানে জনসনের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আর কোন বিপর্যয় না ঘটলে ৬৯ রানে দিন শেষ করে ক্যারিবিয়রা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন