আজিজের চেয়েও বর্তমান ইসি খারাপ : এরশাদ
বিএনপি সরকারের আমলে এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) চেয়েও বর্তমান নির্বাচন কমিশন খারাপ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর কোনো মেরুদণ্ড নেই।
আজ বৃহস্পতিবার বগুড়ায় শহীদ টিটু পৌর অডিটরিয়ামে জাপার জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় এরশাদ এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘বর্তমানে জনগণের জীবন ও সম্পত্তির কোনো নিরাপত্তা নেই। ভোট দিয়ে অনেকেই জীবিত বাড়ি ফিরে যেতে পারেনি। জনগণ বর্তমান শাসকগোষ্ঠীর দুঃশাসনে বিরক্ত এবং দেশে শান্তি ও স্থিতিশীলতার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে এই সরকার। জনগণ সুষ্ঠু নির্বাচন ও একটি সুন্দর পরিবেশে স্বাভাবিক জীবন যাপন করতে চায়। তারা বর্তমান শোচনীয় অবস্থার থেকে পরিত্রাণ চায়।’
এরশাদ আরো বলেন, ‘যদি জাতীয় পার্টি ক্ষমতায় আসে তাহলে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে।’ এ সময় তিনি তাঁর দলের লোকদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার এবং আবারো ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা সম্পর্কে এরশাদ বলেন, ‘তনুকে হত্যা করা হয়নি -এ কথা বলার জন্য তাঁর লাশ কবর থেকে তোলা হয়েছে। কিছুদিন পর তাঁরা হয়তো বলবেন, এখানে তনু নামে কোনো মেয়েই ছিল না। এটি মিডিয়ার সৃষ্টি।’
এরশাদ বলেন, ‘জনগণ এখন তুচ্ছ কারণে জীবন হারাচ্ছে। এভাবে চলতে পারে না। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।’
কাউন্সিলে অন্যদের মধ্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বগুড়া জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর বক্তব্য দেন। শরিফ ও ওমর আবারো কাউন্সিলে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন