আজিমপুরে নিহত ‘জঙ্গির’ কিশোর ছেলে রিমান্ডে
রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় আটক তাহরীম কাদেরী রাসেলকে (১৪) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডপ্রাপ্ত ওই কিশোর নিহত জঙ্গি তানভীর কাদেরী ওরফে আব্দুল করিমের ছেলে বলে জানা গেছে।
রবিবার ঢাকার কিশোর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সহকারী কমিশনার মো. আহসানুল হক ওই কিশোরকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার কিশোর আদালতের বিচারক রুহুল আমিন এই রিমান্ডের আদেশ দেন।
শুনানিতে পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বলেন, পুলিশ ওই বাড়িতে ঢোকার জন্য দরজা খোলার পর এই আসামি ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। এ সময় আদালতে উপস্থিত ছিলেন সন্ত্রাসবিরোধী মামলায় অভিজ্ঞ আইনজীবী ফারুক আহমেদ। তার কাছে জজ রুহুল আমিন রিমান্ডের বিষয়ে মত জানতে চাইলে বিচারককে তিনি বলেন, এমনিতে আইনে শিশুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করাকে নিরুৎসাহিত করা হয়েছে। তবে রাষ্ট্র ও জনস্বার্থে এ বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
জঙ্গি আস্তানা থেকে আটকের পর রাসেল কাউন্টার টেরোরিজম ইউনিটের হেফাজতেই ছিল বলে জানা গেছে।
গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরের ২০৯/৫ পিলখানা রোডের একটি ছয় তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ওই বাসা থেকে এক জঙ্গির মৃতদেহ, আহত তিন নারী জঙ্গি ও নিহত জঙ্গি করিমের এই কিশোর ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন