আজো স্বপ্ন দেখেন ভারতের যুবরাজ!
যুবরাজ সিং। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের মহানায়ক তিনি। হয়েছিলেন সিরিজ সেরা। হঠাৎ ছন্দপতন। এরপর জাতীয় দলের বাইরে। তাও বহুদিন ধরে। তবে এখনো স্বপ্ন দেখেন যুবরাজ সিং। সেটা ঘরের মাঠে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার নয়, জাতীয় দলে ফেরার।
পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতে মাঠে নামার আগে হার্ড হিটার এই ব্যাটসম্যান বলেন, ‘আমি এখনও খেলাটা উপভোগ করছি। ছোটবেলা থেকে এটাই আমার প্যাশন। যতদিন এমনটা হবে ততদিন আমি খেলে যাব। খেলাটা উপভোগ করতে চাই। ফের জাতীয় দলে খেলার সুযোগ পেলে সেরাটা দিতে প্রস্তুত।
বিশ্বকাপের বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ বিশ্বকাপই হয়। সেটা টি-২০ বিশ্বকাপ হোক কিংবা ওয়ানডে বিশ্বকাপ হোক। বিশ্বকাপ খেলাটা সম্মানের। কিন্তু আমি এখনই বিশ্বকাপের কথা ভাবতে চাই না। কীভাবে নিজের খেলায় উন্নতি করব সেটাই আমার লক্ষ্য।’ যুবরাজ সিং ভারতের হয়ে ৪০টি টেস্ট, ২৯৩টি ওয়ানডে ও ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন