আজ আনসার একাডেমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার গাজীপুর আসছেন।
গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা একাডেমিতে আয়োজিত জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রী কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন। সকাল সাড়ে ৯টায় একাডেমিতে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
এ উপলক্ষে পুরো একাডেমিকে বর্ণিল সাজে সুসজ্জিত করা হয়েছে।
সারা দেশে ১৮ হাজার ব্যাটালিয়ন আনসার, তিন লাখ অঙ্গীভূত আনসার ও ৫৯ লাখ গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) সদস্য রয়েছে। এই তিন লাখ অঙ্গীভূত আনসার থেকে ৪৫ হাজার আনসার সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত। বাকিরা সরকারি প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে কাজ করে থাকেন।
এবারের কুচকাওয়াজে ছয় শতাধিক আনসার-ভিডিপি অংশ নেবেন। এ ছাড়া দরবারসহ বিভিন্ন পর্বে আড়াই হাজার আনসার-ভিডিপি সদস্য যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন