সোমবার, মে ১২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ আবার ঝরে গেলো মা-ছেলে, স্বামী-স্ত্রীসহ ৬জনের প্রাণ

রংপুরে কারা পুলিশ ভ্যান আর মিনিবাসের চাপায় প্রাণ হারালেন মা ও ছেলে এবং ব্যাংক কর্মকর্তা স্বামী-স্ত্রীসহ ৬ জন। আহত হয়েছে আরো পাঁচজন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে জ্বালিয়ে দিয়েছে পুলিশ ভ্যান। এতে রংপুর-দিনাজপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে অন্তত চার ঘণ্টা ধরে। এ সময়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বাংলামেইলকে জানান, সন্ধ্যায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর শলেয়াশাহ এলাকায় রংপুর ফেরত একটি কারা পুলিশ ভ্যান অপর একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটান্থলেই ৩ জন যাত্রী মারা যান।

নিহতরা হলেন- লালচাদপুর বড়বাড়ি এলাকার আব্দুল হামিদের স্ত্রী জেসমিন ও তার ছেলে আনার এবং বৃদ্ধ দোকানী আব্দুস সবুর। এদিকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫ জনকে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে কারা পুলিশের ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ভ্যানটি ভস্মিভূত হয়ে যায়। পরে পুলিশের ক্রেন দিয়ে ভস্মিভূত গাড়িটি রংপুরে নিয়ে আসা হয়।

ঘটনার পরপরই সেখানে উপস্থিত হয় পুলিশের বিশেষ টিম ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। রাত ৮ টার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে মাহিগঞ্জ কলেজের সামনে সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা রংপুরগামী মিনিবাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত রাজশাহী কৃষি ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান ও তার স্ত্রী নাজমা খাতুনসহ পাশ্ববর্তী ছমিলের সানু মিয়া আরো একজন মারা যায়।

প্রতক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা মাহবুবুল ইসলাম ও তার স্ত্রী নাজমা খাতুন নগরীর শালবন থেকে পীরগাছার ইটাকুমারীরে জোলাপাড়ায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তাদের দুই সন্তান একজন এমবিবিএস চিকিৎসক ও একজন প্রাইমারী স্কুলের শিক্ষক।

দুর্ঘটনার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চাতালে ঢুকে পড়লে সেখানে অবস্থানরত সানু মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

প্রতীকী ছবি

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত

নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা