আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে মাশরাফিরা
বিশ্বকাপ টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার রাত ৮টায় আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালার এ ম্যাচে জিতলেই দ্বিতীয় রাউন্ডটা একরকম নিশ্চিত হয়ে যাবে মাশরাফিদের।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ওমানের কাছে অপ্রত্যাশিত হারের পর টুর্নামেন্টে নিজেদের বাঁচা-মরার ম্যাচে জয় দরকার আইরিশদের।
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় বাছাইপর্বের এ ম্যাচে আয়ারল্যান্ড সহজ প্রতিপক্ষ হওয়ারই কথা। কিন্তু ম্যাচটাকে ততটা সহজে নিতে পারছেন না মাশরাফিরা। কারণ, আইরিশদের সঙ্গে পূর্বের অভিজ্ঞতা আর নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং সমস্যা বাড়িয়ে দিয়েছে ম্যাচের গুরুত্ব। যদিও সেই গুরুত্ব আঁচ করা যায়নি বাংলাদেশের অনুশীলন দেখে। ঐচ্ছিক অনুশীলনে দেখা গেছে বাংলাদেশের মাত্র আটজনকে। মুশফিক-সাব্বিররা ব্যাট হাতে নেটে ব্যস্ত সময় কাটালেও দেখা যায়নি সাকিব-তামিম-রিয়াদ-মাশরাফিদের।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও বাংলাদেশ দলের কোচ হাথুরুসিংহের সামনে বেশির ভাগ প্রশ্ন ছিল ব্যাটসম্যানদের ঘিরে। এসেছে মুস্তাফিজের খেলা না-খেলার বিষয়টি।
এদিকে, ওমানের কাছে হেরে বাজে সূচনা হয়েছে আয়ারল্যান্ডের। টিকে থাকতে হলে বাংলাদেশের বিপক্ষে চমক দেখানোর বিকল্প নেই তাদের। তাই বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়েই নামছে আইরিশরা। আত্মবিশ্বাস থাকছে চারবারের দেখায় একমাত্র জয়কে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন