আজ জিততে শেষ চারে এক পা দিয়ে রাখবে মাহমুদউল্লাহ রিয়াদের দল
আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। দুপুর একটায় স্বাগতিক চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা ডায়নামাইটস। সন্ধ্যা ৬টায় অপর ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স।
চিটাগং ভাইকিংসের এবার বড়ই করুণ অবস্থা। ৮ ম্যাচে ২ জয়ে ৫ পয়্টে নিয়ে সবার নিচে রয়েছে তারা। দলটির শেষ চারের আশা কার্যত শেষ। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা ঢাকার জন্য তাই এ ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচটা জিততে পারলে শেষ চারে থাকা তাদের জন্য সহজ হয়ে যাবে।
ওদিকে রাজশাহী কিংসের অবস্থাও ভালো না। ৬ পয়েন্ট নিচে সাত দলের মধ্যে ৬ নম্বরে আছে তারা। অন্যদিকে খুলনা টাইটান্স ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আছে সবার উপরে। আজ জিততে পারলে শেষ চারে এক পা দিয়ে রাখবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন