আজ জিততে শেষ চারে এক পা দিয়ে রাখবে মাহমুদউল্লাহ রিয়াদের দল

আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। দুপুর একটায় স্বাগতিক চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা ডায়নামাইটস। সন্ধ্যা ৬টায় অপর ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স।
চিটাগং ভাইকিংসের এবার বড়ই করুণ অবস্থা। ৮ ম্যাচে ২ জয়ে ৫ পয়্টে নিয়ে সবার নিচে রয়েছে তারা। দলটির শেষ চারের আশা কার্যত শেষ। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা ঢাকার জন্য তাই এ ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচটা জিততে পারলে শেষ চারে থাকা তাদের জন্য সহজ হয়ে যাবে।
ওদিকে রাজশাহী কিংসের অবস্থাও ভালো না। ৬ পয়েন্ট নিচে সাত দলের মধ্যে ৬ নম্বরে আছে তারা। অন্যদিকে খুলনা টাইটান্স ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আছে সবার উপরে। আজ জিততে পারলে শেষ চারে এক পা দিয়ে রাখবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন