আজ জিতলেই সাকিবের রেকর্ড ছুঁবেন মাশরাফি
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ১৩ জন অধিনায়ক দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে বেশি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার সুমন।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ ম্যাচে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সাকিব আল হাসান। মাশরাফি আজকের ম্যাচসহ ৩৩ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের তকমা ইতিমধ্যে গায়ে মেখেছেন মাশরাফি।
তার জয় ৬৮.৭৫ শতাংশ ম্যাচে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬.৯৩ শতাংশ জয় সাকিবের। তবে আজ ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেই অধিনায়ক হিসেবে সাকিবের রেকর্ড ছুঁবেন মাশরাফি।
সাকিব ৪৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৩টিতে বাংলাদেশকে জয় উপহার দিয়েছেন। আর আজ ইংল্যান্ডের বিপক্ষে জিতলে ৩৩ ম্যাচে মাশরাফির জয়ও হবে ২৩টি।
হাবিবুল বাশারের দায়িত্ব পালনের সময় ৬৯ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২৯টি। মোহাম্মদ আশরাফুলের সময় ৩৮ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৮টি। আর মুশফিকের সময় ৩৭ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ১১টিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন