আজ ঢাকায় আসছেন জিৎ

তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকা আসছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার খবর অনুযায়ী সফরের পুরো সময়টাই জিৎ ব্যয় করবেন ‘বস-২’ ছবির প্রচারে। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘বস-২’।
তিন দিনের সফরে টেলিভিশনের বিভিন্ন শো ছাড়াও সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন কলকাতার হার্টথ্রব এ অভিনেতা। এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার। সংবাদ সম্মেলনে জিৎ এর সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশের চলচ্চিত্রের এ সময়ের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া।
যৌথ প্রযোজনায় নির্মিত ‘বস-২’ ছবিটি নির্মাণে সঠিকভাবে নিয়মনীতি মানা হয়নি- এমন অভিযোগ এনে গত ৭ জুন তথ্য মন্ত্রণালয়ে আপত্তিপত্র পাঠান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও যৌথভাবে প্রযোজিত ছবির প্রিভিউ কমিটির চেয়ারম্যান তপন কুমার ঘোষ। সেক্ষেত্রে বাংলাদেশে ছবিটি মুক্তির বিষয়টা এক অর্থে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তাছাড়া কয়েকদিন আগে ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামে নুসরাত ফারিয়ার একটি গান নিয়েও শুরু হয় ব্যাপক সমালোচনা। অবশেষে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয় গানটি।
‘বস-২’ ছবিটি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার জিৎ’স ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড। কলকাতায় জিৎ অভিনীত ‘বস’ ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ‘বস-২’ নির্মাণে আগ্রহী হন পরিচালক। ছবিতে জিৎ এর নায়কার ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন কলকাতার শুভশ্রী গাঙ্গুলী। যার কারণে ‘বস-২’ তেও রাখা হয়েছে তাকে। অন্যদিকে বাংলাদেশ থেকে ছবিটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও অমিত হাসান।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন