আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের জন্যই মাঠে নামবে টাইগাররা। আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকাল ৩টায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
তিনি ম্যাচের সিরিজ ১-১ এ সমতা বিরাজ করছে। ৮ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রোববার দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারায় টাইগাররা।
বিশ্বকাপের পর দেশের মাটিতে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ। বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাই এখন দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ জয়ের দারুণ এক সুযোগ বাংলাদেশের সামনে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার সুখ-স্মৃতি নিয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এবং সেই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগাররা।
আর পাকিস্তানকে হারানোর স্মৃতি থাকতেই ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। তিন ম্যাচের ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় মাশরাফিবাহিনী। প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেচে যায় ভারত।
তাই পাকিস্তান এবং ভারতকে সিরিজে হারানোর সুখ-স্মৃতি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় করতে চায় বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন