বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ দুপুর ২টায় কুমিল্লা-চিটাগং ম্যাচ দিয়ে শুরু নতুন বিপিএল

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগং ভাইকিংস এর দিয়ে মঙ্গলবার ( ০৮ নভেম্বর) নতুনভাবে আবারো শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসর। গেল শুক্রবার চতুর্থ আসরের যাত্রা হয়েছিলো। কিন্তু ঐদিন থেকেই অবিরাম বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি হলে বিপিএলের প্রথম দু’দিনের চারটি খেলাই পরিত্যক্ত হয়ে যায়। ফলে দ্বিতীয় দিনেই বিপিএল স্থগিত করে আবারো নতুনভাবে ৮ নভেম্বর থেকে শুরুর সিদ্বান্ত নেয় টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিল কমিটি। তাই মঙ্গলবার থেকে আরও একবার নতুন করে শুরু হচ্ছে বিপিএল।

আজ দুপুর ২টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস এবং সন্ধ্যা ৭টায় লড়বে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস।

আগের সূচি অনুযায়ী আগামীকাল বিপিএলের উদ্বোধনী ম্যাচে লড়বে কুমিল্লা ও চিটাগং। কুমিল্লার নেতৃত্ব আছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর চিটাগং-এর অধিনায়ক জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দু’দলেই তারকা খেলোয়াড়দের ছড়াছড়ি বেশ।

কুমিল্লায় আছেন ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ী বাংলাদেশ দলের ওপেনার ইমরুল কায়েস, জাতীয় দলের হয়ে ৩টি করে টেস্ট ও টি-২০ এবং ৯টি ওয়ানডে খেলা উইকেটরক্ষক লিটন দাস, অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরীফ ও বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদ। বিদেশীদের মধ্যে আছেন পাকিস্তানের আহমেদ শেহজাদ, ইমাদ ওয়াসিম, খালিদ লতিফ, শাহজিব হাসান, সোহেল তানভীর, গেল আসরের সেরা খেলোয়াড় আসার জাইদি, শ্রীলংকার নুয়ান কুলাসেকেরা, আফগানিস্তানের রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, জেসন হোল্ডার ও রোভম্যান পাওয়েল। তাই সববিভাগেই বেশ ভারসাম্যপূর্ণ দল কুমিল্লা। এবারও শিরোপা ধরে রাখার মিশনেই নামবে কুমিল্লা।

তবে নিজের লক্ষ্য জানাতে গিয়ে দলের অধিনায়ক মাশরাফি বলেছিলেন, ‘শুরুটা ভালো করতে চাই। তারপর চ্যাম্পিয়ন হবার দিকেই এগুতে থাকব’

কুমিল্লার মতই বেশ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল চিটাগাংও। তামিমের সাথে আছেন ওপেনার এনামুল হক বিজয়, অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক, পেসার তাসকিন আহমেদ, সাকলাইন সজীব ও জুবায়ের হোসেনের মত লেগ-স্পিনার।

বিদেশীদের কোটাতে বেশ শক্তিশালী সংগ্রহ আছে চিটাগং-এর। ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্বের অন্যতম সেরা টি-২০ খেলোয়াড় ক্রিস গেইল, ডোয়াইন স্মিথের সাথে আছেন পাকিস্তানের শোয়েব মালিক, আফগানিস্তানের মোহাম্মদ নবী, শ্রীলংকার জীবন মেন্ডিস ও চতুরঙ্গা ডি সিলভা।

তবে দলের অধিনায়ক তামিম ইকবাল বলছিলেন, আমাদের দল হিসেবে খেলতে হবে। ব্যক্তিগতভাবে যতটাই ভালো খেলেন না কেনও, দল হিসেবে না খেললে সাফল্য পাওয়া সম্ভব হবে না। আমি গত বছর ব্যক্তিগতভাবে ব্যাটিং ভালো করেছিলাম। কিন্তু দল হিসেবে ভালো করতে না পারায়, আমার পারফরম্যান্সের কোনও মূল্য ছিল না। এবার যদি আমি গড় পারফরম্যান্সও করি, আর দল যদি ভালো করে তাহলে আমার সেই গড় পারফরম্যান্সের বেশি মূল্য থাকবে।’

তাই দুই দলের এমনসব তারকাদের অন্তর্ভূক্তিতে বিপিএলের চতুর্থ আসরে আবারো নতুনভাবে শুরু হওয়া উদ্বোধনী ম্যাচটি যে উত্তেজনায় ঠাসা থাকবে এতে কোন সন্দেহ নেই।

কুমিল্লা-চিটাগং-এর ম্যাচের পর সন্ধ্যায় লড়বে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস। গেল আসরে সিলেট সুপার স্টার্সে খেলা বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবার নেতৃত্ব দিবেন বরিশালের। তার সাথে আরও আছেন ওপেনার শাহরিয়ার নাফীস, স্পিনার তাইজুল ইসলাম, পেসার আল-আমিন হোসেন। আর বিদেশীদের তালিকায় আছেন- ওয়েস্ট ইন্ডিজের কালোর্স ব্রার্থওয়েট, শ্রীলংকার থিসারা পেরেরা, দিলশান মুনাবেরা ও পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ ছাড়াও আরও অনেক তারকা।

কাগজে কলমে বরিশালের চেয়ে অনেক বেশি শক্তিশালী ঢাকা। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে আছেন নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেনের মত তারকা খেলোয়াড়রা। আর বিদেশীদের কোটায় আছেন- দুই অভিজ্ঞ খেলোয়াড় শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল, ইংল্যান্ডের রবি বোপারা, শ্রীলংকার সেকুজে প্রসন্ন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি