আজ ফারুকের জন্মদিন

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক ফারুকের জন্মদিন আজ। তবে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণের পর আর কখনোই নিজের জন্মদিন বিশেষভাবে উদ্যাপন করেননি এ অভিনেতা। ছোটবেলা থেকেই তার জন্মদিন বিশেষভাবে উদ্যাপিত হতো না। কারণ মাত্র আট বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছেন। এরপর থেকেই যেন ফারুক জীবন সংগ্রামে পড়ে যান।
তাই জন্মদিন নিয়ে কখনোই তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। আজ জন্মদিনে দুটি স্যাটেলাইট চ্যানেলে তিনি দুটি ভিন্ন অনুষ্ঠানে হাজির হবেন। একটি বৈশাখী টিভির ‘আলাপ’ এবং অন্যটি চ্যানেল আইয়ের ‘তারকা কথন’। দুটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেয়া ছাড়া বাকিটা সময় পরিবারের সঙ্গেই কাটাবেন।
এ প্রসঙ্গে ফারুক বলেন, আমার জন্মদিনে দুটি চ্যানেলের নিমন্ত্রণে আমি ঠিকই দুটি অনুষ্ঠানে যাচ্ছি। কিন্তু জন্মদিন নিয়ে আমার মাঝে তেমন কোনো বিশেষ অনুভূতি নেই। কারণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে খুব আদর করতেন। আর আগস্টেই আমরা তাকে নির্মমভাবে হারিয়েছি। সেই শোক আজো ভোলার নয়। তাই তার শোকেই কাটে এই মাসটি।
এ কারণে নিজের জন্মদিন নিয়ে কোনোই আগ্রহ থাকে না। বিশেষ করে এটা বলতে চাই, আমার বোন মাননীয় প্রধানমন্ত্রী কতটা কষ্ট বুকে চেপে রেখে আমার দেশের সাধারণ মানুষের কথা ভাবেন তা অনুধাবণ করতে পারি। এটা সবাই অনুধাবন করতে পারে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন