শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ বাংলাদেশ-ভারত সিরিজ লড়াই

মাঝে মাঝে শরীর জ্বালিয়ে দেয়া রোদ উঠলো; মাঝে মাঝে মেঘ। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামের মাঠকর্মীরা বারবার দেখে নিলেন উইকেট ও মাঠের কাভারগুলো ঠিক আছে কি না। ম্যাচের আগের দিন আয়োজকদের চিন্তাজুড়ে খেলা করলো রোদ আর বৃষ্টি। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ ও তার পরের ঘটনাবলী সাক্ষ্য দিচ্ছে, বাংলাদেশ-ভারত লড়াই এখন রোদ-বৃষ্টির চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে। মাঠের উত্তাপ, কথার উত্তাপ।

বিশ্বকাপের প্রতিশোধ, মাঠে ধাক্কাধাক্কি, কথার লড়াই। এসব সঙ্গী করেই আজ দুপুর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি। ইতিমধ্যে প্রথম ম্যাচে ভারতকে গুড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ বেলা তিনটা থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার লড়াই।

বাংলাদেশ এগিয়ে যেতে পারবে কি না, সেটা সময় বলবে। তবে দলের কোচ খুবই আশাবাদী আজই সিরিজ জিতে ফেলার ব্যাপারে। ভারতকে যথোপযুক্ত সম্মান দেখিয়ে কোচ চান্দিকা হাতুরুসিংহে বলছেন, ‘আমি বলবো না, আমরা ফেবারিট। তবে আমরা সিরিজ জয়ের ব্যাপারে খুব আত্মবিশ্বাসী। দেখুন, ভারতের বিপক্ষে জিততে হলে অনেক কিছু সঠিক হতে হয়। তারা খুবই শক্তিধর দল। সম্ভবত বিশ্বের দুই নম্বর দল। সব নির্ভর করছে, কাল আমরা কেমন খেলি, তার ওপর। আমরা নিজেদের শক্তি অনুযায়ী খেললে এবং ইন্ডিয়া যদি একটু খারাপ খেলে তাহলে আমরা জিতবো।’

বাংলাদেশের জন্য যে ম্যাচ এগিয়ে যাওয়ার লড়াই, ভারতের জন্য সেটাই সিরিজে ফেরার লড়াই। পরিসংখ্যান বলছে, একবার সিরিজের প্রথম ম্যাচে জিতে গেলে বাংলাদেশকে সে সিরিজে হারানোটা প্রায় অসম্ভব। তবে পরিসংখ্যানের এই ফাঁদে পা দিতে রাজী নন বাংলাদেশের কোচ। একইরকম ভারতীয় শিবিরও আশা করছে, এই পরিসংখ্যানকে পাশে রেখে তারা সিরিজে ফিরে আসতে পারবে আজ।

ভারতের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা রোহিত শর্মা যেমন বললেন, বাংলাদেশ আজই সিরিজ জিতে ফেললে তারা অবাক হবেন না। এই মুহূর্তে দুরন্ত ছন্দে আছে তারা। একেবারে নির্ভীকভাবে খেলছে তারা। কারণ তাদের হারাবার কিছু নেই। উল্টো আমাদের হারাবার আছে অনেক কিছু। কোন সন্দেহ নেই তাদের হারাতে নিজেদের সেরা খেলাটাই আমাদের খেলতে হবে। আশা করছি, আজ সম্পূর্ণ নতুন এক ভারতকে দেখা যাবে।’

শেষ পর্যন্ত এই লড়াইয়ে যারাই জিতুক, জয়ের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ আগের ম্যাচের একাদশ নিয়েই নামবে; সাধারণ ধারণাটা এমনই। জয়ী একাদশ বদলের সম্ভাবনা কম। তবে দলের একটি সূত্র বলছে, ফাস্ট বোলার একজন কমতে পারে। উইকেটে যেহেতু আগের দিনই বেশ টার্ন দেখা গেছে, তাই সাকিবের পাশে এদিন দেখা যেতে পারে আরাফাত সানিকে। আর তাকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন রুবেল হোসেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি