আজ মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ রুপির নোট অচল

আজ মধ্যরাত থেকে ভারতে ৫০০ এবং ১ হাজার রুপির নোট আর চলবে না। অপ্রত্যাশিতভাবেই দেশটির প্রধানমন্ত্রী নোরেন্দ্র মোদি আজ রাতের বিশেষ এক ঘোষণায় এমন নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কালো টাকার হাত থেকে অর্থনীতিকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ জরুরি ছিলো।
৫০০ ও ২০০০ রুপির নতুন নোট বাজারে আসছে শিঘ্রই। নতুন এই নোট দুটির সরবরাহ প্রথমে সীমিত থাকলেও পরে তা বাড়ানো হবে উল্লেখ করে মোদি বলেন, “আপনাদের অর্থ আপনাদেরই থাকবে। এ ব্যপারে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।”
ভারতবাসীরা ১০ নভেম্বর থেকে শুরু করে ৫০ দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে ব্যাংক এবং পোস্ট অফিসে গিয়ে তাদের কাছে থাকা এই দুই মূল্যমানের রুপির নোট বদলানোর।
তবে আগামী ৭২ ঘন্টা সরকারি হাসপাতালগুলো ৫০০ ও ১০০০ রুপির পুরোনো নোট গ্রহণ করবে।
নরেন্দ্র মোদি সরকার গঠন করার পর থেকে এই পর্যন্ত প্রায় ১.২৫ লাখ কোটি রুপির অবৈধ অর্থের হদিস পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে আকস্মিকভাবেই নরেন্দ্র মোদি আজ রাতে এমন ঘোষণা দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন