আজ মমতার শপথ

আজ শপথ নেবে পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মন্ত্রিসভা। রেড রোডে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়সহ ৪২ জন মন্ত্রী। এবারের মন্ত্রিসভা থেকে যেমন বাদ পড়তে চলেছেন বেশকিছু পুরনো মুখ, তেমনই আছেন নতুন কিছু মুখও।
নতুনদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, আবদুর রেজ্জাক মোল্লা, সিদ্দিকুল্লা চৌধুরী, লক্ষ্মীরতন শুক্লা, ইন্দ্রনীল সেন। অন্যদিকে, মন্ত্রিসভা থেকে বাদ পড়ার তালিকায় রয়েছেন বেচারাম মান্না, রবিরঞ্জন চট্টোপাধ্যায়, সুদর্শন ঘোষদস্তিদাররা।
আজকের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করছে বিরোধীরা। তবে, রাজ্য বিজেপি নেতৃত্ব এই অনুষ্ঠান বয়কট করলেও উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও বাবুল সুপ্রিয়র। এ ছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার, অরবিন্দ কেজরিওয়ালরা। বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরও উপস্থিত থাকার কথা রয়েছে।
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আবার নতুন করে কাজ শুরু করার আগে, মানুষের আশীর্বাদ, দোয়া, শুভ কামনা আর সহযোগিতা প্রার্থনা করি। এবারের অনুষ্ঠানে সাধারণ মানুষও উপস্থিত থাকতে পারবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যয়। তিনি বলেন, মোট ২০ হাজার চেয়ারের ব্যবস্থা থাকছে আজকের অনুষ্ঠানে।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের আগে সাজো সাজো রব নবান্নে। আজ বিকেল চারটায় নবান্নে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন