আজ মাঠে নামছেন আশরাফুল

রোববার শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ১৮তম আসর। চার ভেন্যুতে লড়াই করবে প্রথম ও দ্বিতীয় স্তরের ৮ দল। প্রথম স্তরে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা খেলবে বরিশালের বিপক্ষে। আর তিন বছরের নিষেধাজ্ঞা শেষে, জাতীয় লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। বগুড়ায় ঢাকা বিভাগের মুখোমুখি হবে আশরাফুলের ঢাকা মেট্রো।
এছাড়া দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেটে রংপুর মুখোমুখি হবে চট্টগ্রামের আর রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে লড়বে সিলেট। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ফেরার দিনে বাবার কথা খুব মনে পড়বে আশরাফুলের
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত জাতীয় দল। এরই মধ্যে শুরু হচ্ছে দেশের শীর্ষ প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ। গেলো মৌসুম থেকে চালু হয় জাতীয় লিগের দুই স্তর পদ্ধতি। যেখানে প্রথম স্তরে শীর্ষ ৪ দল এবং দ্বিতীয় স্তরে অংশ নেয় পরের চার দল।
বর্তমান চ্যাম্পিয়ন খুলনা নিজেদের মাঠ শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে দ্বিতীয় স্তরের শীর্ষে থেকে গেলো আসর শেষ করা বরিশাল বিভাগের। বরাবরের মত এবারও শক্তিশালী দল খুলনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলের বেশির ভাগ ক্রিকেটারেরই আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা।
আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, এনামুল বিজয়, মেহেদি হাসান মিরাজ, জিয়াউর রহমান, নুরুল হাসানদের মত ক্রিকেটার আছেন খুলনায়। তাই জয় দিয়ে আসর শুরু করতে চাইবে চারবারের চ্যাম্পিয়নরা।
অন্যদিকে শাহরিয়ার নাফিস, কামরুল ইসলাম রাব্বী, সোহাগ গাজীদের মত ক্রিকেটাররা থাকায় বরিশাল চাইবে শুরুটা ভালো ভাবে করতে।
তবে সবার নজর থাকবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ঢাকার দুই দল মেট্রো ও ঢাকা বিভাগ লড়বে প্রথম স্তরের ম্যাচে। স্পট ফিক্সিংয়ে দায়ে নিষেধাজ্ঞায় থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন এই ম্যাচ দিয়েই।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন