আজ মুখোমুখি তামিম-রিয়াদ, সাকিব-নাঈম

বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭ টায় একই স্টেডিয়ামে।
মিরপুর প্রথম খেলাটিতে মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস বনাম মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। দিনের দ্বিতীয় মুখোমুখি হবে শীর্ষে থাকা সৌম্য সরকারের দল রংপুর রাইডার্স এবং সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
চিটাগং ভাইকিংস স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), আব্দুর রাজ্জাক, চতুরঙ্গ ডি সিলভা, ক্রিস গেইল, জহুরুল ইসলাম,জীভন মেন্ডিস, মোহাম্মদ নবী, সাকলাইন সজিব, শহীদুল ইসলাম, ডাওয়েন স্মিথ, ইয়াসির আলী, এনামুল হক বিজয়, গ্র্যান্ট এলিয়ট, ইমরান খান জুনিয়র, জুবায়ের হোসেন, টাইমাল মিলস, নাজমুল হোসেন মিলন, শোয়েব মালিক, শুভাশিস রায়, তাসকিন আহমেদ, জাকির হাসান।
খুলনা টাইটান্স স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আব্দুল মজিদ, অলক কাপালি, কেভন কুপার, হাসানুজ্জামান, জুনায়েদ খান, মোহাম্মদ আসঘার, নাইম ইসলাম জুনিয়র, নিকোলাস পুরান, শুভাগত হোম, তাইবুর রহমান, আব্দুল হালিম, আবু সায়েম, আরিফুল হক, আন্দ্রে ফ্লেচার, বেনি হাওয়েল, বেন লাফলিন, মোশাররফ হোসেন রুবেল, নূর হোসেন, শফিউল ইসলাম, লেন্ডল সিমন্স, রিকি ওয়েসেলস।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ডাওয়েন ব্রাভো, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধ্বনে, আলাউদ্দীন বাবু, মেহেদী মারুফ, ওয়েনি পারনেল, আন্দ্রে রাসেল, সানমাজুল ইসলাম, উসামা মীর, রবি বোপারা, ইরফান শুক্কুর, এভিন লিউইস, মোহাম্মদ শহীদ, সেকুগে প্রসন্ন, সোহরাওয়ার্দী শুভ, তানভীর হায়দার।
রংপুর রাইডার্স স্কোয়াড:
নাঈম ইসলাম (অধিনায়ক), আরাফাত সানি, ইলিয়াস সানি, জুপিটার ঘোষ, মোহাম্মদ মিথুন, মুক্তার আলী, নাসির জামশেদ, গিড্রন পোপ, জিহান রুপাসিংহে, শাহবাজ চৌহান, দাসুন শানাকা, সোহাগ গাজী, জিয়াউর রহমান, বাবর আজম, রিচার্ড গ্লিসন, মেহরাব হোসেন, মোহাম্মদ শাহজাদ, পিনাক ঘোষ, রুবেল হোসেন, সাচিত্রা সেনানায়েকে, শহীদ আফ্রিদি, সৌম্য সরকার, শারজিল খান।
বিপিএলের চতুর্থ আসরে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে এখন পর্যন্ত শীর্ষে আছে রংপুর রাইডার্স। দুটি ম্যাচ খেলে দুটিতেই জয়লাভ করেছে রংপুর। ২ পয়েন্ট কম নিয়ে তার পরেই আছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। শুধু মাশরাফির কুমিল্লা ব্যাতীত বাকী ছয়টি দল অনন্ত একটি করে জয় পেয়েছে। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং সনি সিক্স।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন