শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ মুখোমুখি বিপিএলের বর্তমান ও সাবেক চ্যাম্পিয়ন !

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)

তারিখ – ৫ নভেম্বর, ২০১৬
সময় – সন্ধ্যা৭ টা
মাঠ- শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

নিজেদের ১ম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় কার্যত কুমিল্লার এটাই প্রথম মাঠে নেমে ম্যাচের স্বাদ নেবার সুযোগ। গেলোবারের চ্যাম্পিয়নদের সামনে ঢাকা ডায়নামাইটস। দুই দলেই আছেন বিশ্ব মানের বেশ কয়েকজন পারফর্মার। যারা টি-২০ ক্রিকেটে বিশ্বজুড়ে ঝড় তুলতে বেশ সিদ্ধহস্ত। কুমিল্লার আশার জাইদি, থিসারা পেরেরা, জেসন হোল্ডার, সোহেল তানভীর ব্যাট-বল দুটোতেই বেশ পটু। খালিদ লতিফ, শাহজাইব হাসানও টি-২০ ক্রিকেটে নিয়মিত পারফর্মার।

ইমাদ ওয়াসিম, রাশিদ খানও ঘুর্ণি আর বৈচিত্রের যাদুতে ব্যাটসম্যানকে বধ করতে দক্ষ। তবে শুধু বিদেশি ক্রিকেটারদের দিয়েই স্বপ্ন দেখছে না কুমিল্লা। দলের প্রাণভোমরা মাশরাফী, ইংল্যাণ্ড সিরিজে দুর্দান্ত খেলা ইমরুল কায়েস, উইকেট কিপার-ব্যাটসম্যান লিটন দাস, মোহাম্মদ আল-আমিন, নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে যেকোনো বোলিং আক্রমণকে তছনছ করে দিতে সক্ষম। অধিনায়কের সাথে আরেক অভিজ্ঞ পেইসার শরীফ, তরুণ তুর্কি সাইফউদ্দিন, আর কুশলি বাঁহাতি স্পিনার নাবিল সামাদ কে নিয়ে কুমিল্লার বোলিং বিভাগটাও প্রতিপক্ষের জন্যে চ্যালেঞ্জিং। আবহাওয়া মেঘলা থাকার সম্ভাবনা প্রচুর, তাই দলে পেইসারের আধিক্য থাকবে, অভিজ্ঞতা আর প্রাণশক্তির দিক দিয়ে কুমিল্লার অবস্থা চমৎকার।

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আলা হাসান যে দলে আছেন, সেই দলের জন্যে এটাই বিশাল সুবিধা। বিশ্বের বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সাকিব, কুমিল্লার বিপক্ষে সেই অভিজ্ঞতা খুব কাজে লাগবে। কাগজে কলমে দুই দলের মধ্যে ব্যবধান খুব সুক্ষ্ম, অভিজ্ঞতা আর সঠিন সিদ্ধান্ত গ্রহন ম্যাচে বেশ প্রভাব ফেলবে। সেক্ষেত্রে অভিজ্ঞতাটা হতে পারে মোক্ষম অস্ত্র। ঢাকা কোনো একজন বা দুই জনের ওপর নির্ভর করা দল নয়। সৈকত, নাসির, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দি শুভ, শহীদ, সানজামুল ইসলাম-সকলেই অবদান রাখতে সক্ষম। সাকিবের সাথে সৈকত, নাসিরের অন্তর্ভুক্তি দলের ভারসাম্যকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিদেশি কোটার ক্রিকেটার সাঙ্গাকারা, জয়াবর্ধনে, রাসেল, ডোয়াইন ব্রাভো, বোপারা, পারনেল প্রমুখ, এদের মধ্য থেকে চার জন বেছে নেয়া বেশ কঠিন। সবাই দুর্দান্ত পারফর্মার। সাঙ্গাকারা, জয়াবর্ধনে এই কন্ডিশনে অনেক ম্যাচ একাই বের করে নিয়ে এসেছেন। ব্রাভো, রাসেলও ব্যাট বা বল যেকোনোটা দিয়েই যেকোনো সময় ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারেন।

মেঘলা আবহাওয়ায় ঢাকার কৌশল এবং দল নির্বাচন কেমন হয় সেটা খুব গুরত্বপূর্ণ। কারণ প্রতিপক্ষ কুমিল্লা দলেও আছেন বিশ্বমানের বেশ কয়েকজন পারফর্মার। ফলে কৌশল আর প্রত্যুৎপন্নমতিত্বে খুলনা বিভাগের দুই মহাতারকার এই লড়াইয়ে কে কাকে টেক্কা দিয়ে ম্যাচ বের করে নিতে পারেন সেটা হবে দারুণ উপভোগ্য এক ম্যাচ। সবমিলিয়ে এবারের বিপিএল-এর এক আদর্শ বিজ্ঞাপন হতে পারে এই হাই ভোল্টেজ ম্যাচ। সেজন্য দর্শকেরাও চেয়ে থাকবেন প্রকৃতির দিকে। উদবোধনী দিনের মত বৃষ্টি এসে বাগড়া দিলে এমন আনন্দায়ী ম্যাচ উপভোগের সুযোগ নষ্ট হয়ে যেতে পারে। একটি ক্রিকেট উপযোগী আবহাওয়ার প্রত্যাশা সবার মনে। সেটা প্রকৃতি বুঝলেই হয়।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড:
দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মর্তুজা (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসীমউদ্দিন, সৈকত আলী, রাসেল আল মামুন।

বিদেশি ক্রিকেটার: ইমাদ ওয়াসিম, আসার জাইদি, সোহেল তানভির, নুয়ান কুলাসেকারা, রশিদ খান, রোভম্যান পাওয়েল, থিসারা পেরেরা, খালেদ লতিফ, শাহজিব হাসান, জেসন হোল্ডার।

ঢাকা ডায়নামাইটস স্কোয়াড :

দেশি ক্রিকেটার: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, তানভীর হায়দার।

বিদেশি ক্রিকেটার: কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা, সেকুগে প্রসন্ন, ওয়েন পারনেল, ওসামা মীর।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি