আজ মুখোমুখি মেসি-আগুয়েরো
চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা আর ম্যান সিটি। এই দুই দলে পরস্পরের বিপক্ষে মাঠে নামছেন আর্জেন্টিনা জাতীয় দলের দুই তারকা মেসি ও আগুয়েরো। মঙ্গলবার মাঠে নামার আগে সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ হলেন মেসি।
মেসির মতে, একা যে কোনও ম্যাচের ভবিষ্যৎ গড়ে দিতে পারেন সার্জিও আগুয়েরো। তিনি বলেছেন, “ও খুব খোলামেলা মনের মানুষ। আমার দারুণ বন্ধু। ও ফর্মে ফেরায় আমি খুব খুশি। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ও একাই যে কোনও ম্যাচের ভবিষ্যৎ গড়ে দিতে পারে।”
আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর আরও বলেছেন, “জাতীয় দলে আমি আগুয়েরোর সঙ্গে খেলেছি। তাই জানি, ও কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমরাও ওকে নিয়ে সতর্ক থাকব।”
এটুকুতে না থেমে মেসি আরও বলেছেন, “আমি ওর খেলার মধ্যে লুইস সুয়ারেজকে খুঁজে পাই। দুজনের খেলার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। কিন্তু মাঠে সুয়ারেজ যে আগ্রাসন নিয়ে খেলে, তার সঙ্গে খুব মিল রয়েছে কুনের। আমি ওর ফুটবল দারুণ উপভোগ করি।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন