সোমবার, এপ্রিল ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ মোদি-খালেদার বৈঠক, প্রাধান্য পাবে নির্বাচন

সব জল্পনার অবসান ঘটিয়ে আজ রোববার বিকালে অনুষ্ঠিত হবে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক। বিকাল ৪টায় হোটেল সোনারগাঁওয়ে বৈঠকটি ৩৫ মিনিট স্থায়ী হওয়ার কথা রয়েছে। বৈঠকে খালেদা জিয়া গণতান্ত্রিক সংকট উত্তরণে মধ্যবর্তী নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতে ভারতের সহায়তা চাইবেন বলে দলটির কূটনৈতিক সংশ্লিষ্টসূত্র নিশ্চিত করেছে।

খালেদা জিয়ার সঙ্গে মোদির বৈঠক হবে কি না এ নিয়ে কয়েকদিন ধরে নানা জল্পনা-কল্পনা চলছিল। বিএনপি এই বৈঠক করার ব্যাপারে খুবই আগ্রহী ছিল। শেষপর্যন্ত বৈঠকটি করতে নানাভাবে কূটনৈতিক তৎপরতাও চালায় দলটি। এর অংশ হিসেবে মোদির বাংলাদেশ সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর বৈঠকের আগ্রহ জানিয়ে দিলি্লতে চিঠিও লেখেন খালেদা জিয়া। চিঠিতে বিজেপির সঙ্গে বিএনপির অতীতের সুসম্পর্কের কথা তুলে ধরে ভবিষ্যতে সে সম্পর্ক আরো গভীর হবে বলে আশা প্রকাশ করা হয়।
অন্যদিকে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর সবার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ভিন্নধারার রাজনীতি করে আসছেন। এর অংশ হিসেবে প্রটোকলে না পড়লেও খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেন তিনি। সঙ্গত কারণেই আজ বিকালে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

মোদির সঙ্গে সম্ভাব্য বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে দলের কোন কোন নেতা থাকবেন তা শনিবার সন্ধ্যা পর্যন্ত চূড়ান্ত করেনি বিএনপি। দলের এক নেতা জানান, বিএনপির প্রতিনিধি দলের কারা থাকছেন তা নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত হয়নি। রোববার সকালে তা চূড়ান্ত হবে। আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ড. আবদুল মঈন খান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ। একবারে শেষ মুহূর্তে এসে প্রতিনিধি দলের পরিবর্তনও হতে পারে।

বিএনপি সূত্রে জানা গেছে, নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে কী কী বিষয় তুলে ধরা হবে তা প্রায় চূড়ান্ত করা হয়েছে। আলোচনায় ভারত সম্পর্কে বিএনপির চিন্তাভাবনা তুলে ধরবেন চেয়ারপারসন। জানিয়ে দেবেন বিএনপি কখনোই ভারতবিরোধী নয়।

বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারত সরকারের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশাসহ গণতন্ত্রের সংকট উত্তরণে ভারত সরকারের সহযোগিতা চায়তে পারেন খালেদা জিয়া। চলমান সংকট উত্তরণে দেশের জাতীয় সংসদ নির্বাচনসহ সব সমস্যায় ভারত সরকারের নিরপেক্ষ অবস্থান ও সহযোগিতা চাওয়া হবে দলের পক্ষ থেকে। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ভারতের তৎকালীন কংগ্রেস সরকারের প্রশ্নবিদ্ধ ভূমিকা তুলে ধরা হবে।
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার-হয়রানির বিষয়গুলো ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। এছাড়া তিস্তার পানিবণ্টন চুক্তি, বাণিজ্য ঘাটতি, সীমান্ত সমস্যা সমাধানসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন বিএনপি চেয়ারপারসন।

আলোচনার বিষয় সম্পর্কে বিএনপির এক নেতা বলেন,
বৈঠকে শুধু ভারতের সমর্থনের কারণে বর্তমান সরকার টিকে আছে বলে জনগণের মধ্যে সৃষ্ট ধারণার কথা সফররত ভারতীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেয়া হবে। আভাসে-ইঙ্গিতে এও বলা হবে, সরকারের প্রতি একতরফা এ ধরনের সমর্থন অব্যাহত রাখা হলে দেশের জনগণের মধ্যে ভবিষ্যতে ভারতবিরোধী মনোভাব চাঙ্গা হয়ে উঠতে পারে।

অপর এক নেতা বলেন, বৈঠকে তিস্তার পানিবণ্টন, বাণিজ্য ঘাটতি, সীমান্তে হত্যাসহ দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার পাশাপাশি বিএনপির তরফ থেকে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হবে। এ ক্ষেত্রে বৃহৎ গণতান্ত্রিক প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সহযোগিতা চাইবে বিএনপি।

আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, এ দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট মোদি সরকারের অজানা নয়। ফলে কী পদক্ষেপ নেয়া হলে গণতন্ত্রের এ সংকট দূর হবে মোদি সরকারের কাছ থেকে এমন প্রত্যাশা বিএনপি করতেই পারে। দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি রাজনৈতিক এসব বিষয় আলোচনা উঠে আসবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ