আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করছেন মুশফিকরা
নিউজিল্যান্ড সফরের অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প করতে যাচ্ছে টাইগাররা। তবে তারা যাচ্ছে দু্ই ভাগে। বৃহস্পতিবার প্রথম ফ্লাইট যাচ্ছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীমসহ আরো ১২ ক্রিকেটার।
আগামী শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে খেলবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।
এ দল দুটির হয়ে খেলছেন জাতীয় দলের সাত তারকা। ঢাকা ডায়ামাইটসের হয়ে খেলেছেন সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানভীর হায়দার।
গতকাল রাজশাহী কিংসের হয়ে খেলছেন সাব্বির রহমান, মুমিনুল হক, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ। তাই তারা দ্বিতীয় ফ্লাইটে আগামী শনিবার অস্ট্রেলিয়া উড়ে যাবেন। তাদের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ জাতীয় দলের সিমিত ওভার ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল।
চলতি মাসের শেষের দিকে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তবে এর আগে প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে বাংলাদেশ।
নিজেদের মাটিতে শেষ দুইটি ওয়ানডে সিরিজেই হোয়াইট ওয়াশ করা এই দলটি। দেশের মাটিতে এই দলটার বিপক্ষে শেষ তিনটি টেস্টই দাপটের সাথে ড্র করেছে বাংলাদেশ; কিন্তু এই নিউজিল্যান্ডেই আবার সফর হওয়ার কথা বাংলাদেশের জন্য সবচেয়ে আতঙ্কের ব্যাপার। এই দেশটিতে যে সুখস্মৃতি বলে কিছুই নেই।
নিউজিল্যান্ডের মাটিতে এ পর্যন্ত বাংলাদেশ ১৩টি ম্যাচ খেলেছে তিন ফরম্যাটের। সব কটিতে এসেছে পরাজয়; বেশিরভাগ ফলাফল ভুলে যাওয়ার মতো খারাপ ছিলো; কিন্তু সেই সময়টা বদলে গেছে। বাংলাদেশ এখন নিজেকে আস্তে আস্তে নতুন শক্তি হিসেবে চেনাতে শুরু করেছে। এই চেনানোর পর্বে বাংলাদেশের প্রথম দ্বি-পাক্ষিক সিরিজের জন্য বিদেশ সফর হতে যাচ্ছে নিউজিল্যান্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন