আজ রাতেই ফাঁসি, কারাগারের সামনে কড়া নিরাপত্তা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদসহ ৫ জনকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন আসামির রায় আজ বৃহস্পতিবার রাতেই কার্যকর হচ্ছে যশোর কেন্দ্রীয় কারাগারে। রাত ১১টা থেকে ১২টার মধ্যেই আসামিদের ফাঁসির কার্যকর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ফাঁসিতে ঝুঁলিয়ে যাদের মত্যুদণ্ড কার্যকর করা হবে তারা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাজনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাফায়েত হোসেন হাবিব, উপজেলার কুর্শা গ্রামের উম্মত মণ্ডলের ছেলে আনোয়ার হোসেন ও সিরাজ ওরফে আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম।
এদিকে, কারাগারের সামনে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রধান ফটকে বেশ কিছু সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। ঢাকা থেকে দুজন জল্লাদকে নিয়ে আসা হয়েছে বলে কারাগার সূত্র জানিয়েছে। তারা হলেন মানিকগঞ্জের হযরত আলী ও বরিশালের গৌরনদী এলাকার তানভীর রাজু।
হত্যা মামলায় এই দু’জন ৩০ বছরের সাজা খাটছেন বলে জানা গেছে। এ দু’জনকে সহযোগিতা করার জন্য আরও কয়েকজনকে প্রস্তুত রাখা হয়েছে। জানা গেছে, আসামিদের তওবা পড়াবেন যশোর কেন্দ্রীয় কারাগার মসজিদের ইমাম রমজান আলী।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন