আজ রাতেই ফিরছেন নূর হোসেন?
বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন কে ভারত থেকে আজ রাতে ফিরিয়ে আনা হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই সূ্ত্রটি জানান, আগামী ২ ডিসেম্বর নূর হোসেনকে হস্তান্তরের কথা ছিল। কিন্তু তার আগে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারত সরকারের হাতে হস্তান্তরের কারণে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে জোর তৎপরতা শুরু হয়।
এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অনুপ চেটিয়াকে ফেরত দেওয়ায় ধন্যবাদ জানান। সেই ধারাবাহিকতায় নূর হোসেনকে ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্রটি আরো জানান, আজ বৃহস্পতিবার রাতের কোনো এক সময় নূর হোসেনকে বাংলাদেশ বর্ডারে হস্তান্তর করা হতে পারে।
ঢাকার ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদার এক কর্মকর্তার বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, ভারতের জেলে থাকা নারায়াণঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সোমবার নেওয়া হবে।
তিনি জানান, হাইকমিশনার পঙ্কজ শরণ বর্তমানে দিল্লিতে রয়েছেন। রোববার তিনি ঢাকায় ফিরবেন। এরপরই বিষয়টি চূড়ান্ত হবে, নূর হোসেন কবে বাংলাদেশে ফিরবেন।
ভারতের সূত্রমতে জানা যায়, পশ্চিমবঙ্গ আদালতের সময়সীমা অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশনার তারিখ শেষ হচ্ছে।
এদিকে, বুধবার ভোরের দিকে কঠোর গোপনীয়তায় উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফেরত পাঠানোর পরপরই নূর হোসেনকে ফিরিয়ে আনার গুঞ্জন ছড়িয়ে পড়ে সব মহলে।
কলকাতার একটি বিশ্বস্ত সূত্র জানান, আগামী ২ ডিসেম্বর নাগাদ নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। ওই সূত্রটি আরো জানান, নূর হোসেনকে ফেরত পাঠাতে সব ধরনের প্রক্রিয়া শেষের দিকে। এখন আনুষ্ঠানিকতা বাকি শুধু তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের।
এর আগে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীতে এক অনুষ্ঠানে অনুপ চেটিয়াকে ফেরত পাঠানোর বিষয়টি স্বীকার করতে অনীহা প্রকাশ করলেও পরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘আদালতের আদেশেই অনুপ চেটিয়াকে তার দেশে ফেরত পাঠানো হয়েছে। একইভাবে নূর হোসেনকে ফেরত আনা হবে।’
তিনি আরো বলেন, ‘কোনো বন্দিবিনিময় চুক্তি নয় বরং বন্ধুসুলভ আচরণের জন্য ওই দেশের সরকার নূর হোসেনকে ফেরত পাঠাবে।’
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে হত্যা করা হয়। ঘটনার পর শীতলক্ষ্যা নদীতে একে একে নিহত সাতজনের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় হয়। চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান প্রধান আসামি নূর হোসেন। চলতি বছরের ৮ এপ্রিল সাত খুন মামলায় র্যা ব-১১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ ও লে. কমান্ডার এম এম রানা এবং নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
জামায়াত আমির: ভোটের ময়দানে ফিরে আসার নৈতিক অধিকার নেই আওয়ামী লীগের
জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “অনেকে বলে এরাবিস্তারিত পড়ুন
গাজায় এক বছরের যুদ্ধে ৪৩,০০০ ফিলিস্তিনি নিহত
গাজায় এক বছর ধরে চলা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৩,০০০বিস্তারিত পড়ুন
প্রথমবারের মতো জনসভায় বিজয়
ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দিয়েছেন দক্ষিণি তারকা থালাপাতিবিস্তারিত পড়ুন