আজ রাতে আসছেন খাদিজার বাবা, সকালে ভাই
ছাত্রলীগ নেতার চাপাতির কোপে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মেয়েকে দেখতে আজ বুধবার রাতেই দেশে ফিরছেন খাদিজা আক্তার নার্গিসের বাবা মাসুক মিয়া। রাত দশটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে এসে পৌঁছানোর কথা তার।
অপরদিকে, বৃহস্পতিবার সকালে দেশে আসছেন খাদিজার বড় ভাই শাহীন আহমদ। চীনে চিকিৎসাবিজ্ঞানে পড়ছেন শাহীন। এই দুঃসময়ে বোনো পাশে দাঁড়াতে দেশে ফিরছেন তিনি।
খাদিজার চাচাতো ভাই নুর আহমদ আজ বুধবার বিকালে এ তথ্য জানান।
তিন ভাই দুই বোনের মধ্য খাদিজা দ্বিতীয়। সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী তিনি। সোমবার পরীক্ষা দিতে এমসি কলেজে যান। কলেজ ক্যাম্পাসেই তাকে কুপিয়ে গুরুতর আহত করে শাবি ছাত্র ও শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।
ঘটনার পর তাকে হাতেনাতে আটক করে পুলিশে তুলে দেয় শিক্ষার্থীরা।
বুধবার বিকালে এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বদরুল।
এদিকে, মাথা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপ নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছে খাদিজা আক্তার।
তার ওপর হামলার ঘটনায় সিলেটসহ দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, হামলাকারীকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন