আজ শুরু হচ্ছে সাকিবদের কলকাতা নাইট রাইডার্সের আইপিএল মিশন
আজ শুক্রবার এবারের আইপিএলে অভিযান শুরু করছে কেকেআর। শাহরুখ খানের দলের প্রতিপক্ষ আবার সুরেশ রায়নার গুজরাট লায়ন্স। সেই রায়না, যাকে নিয়ে নানা রিপোর্ট প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। সেই রায়নার দল কেকেআর-কে চ্যালেঞ্জ জানাতে তৈরি। আর নাইটদের সামনে অন্য চ্যালেঞ্জ। পুরনো হারের প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে কেকেআর। বাংলাদেশ সময় সন্ধ্য সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
গতবার গুজরাট লায়ন্সের কাছে হোম এবং অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছিল কেকেআর শিবিরকে। প্রথম সাক্ষাতে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে ১২৪ রানের বেশি তুলতে পারেননি নাইটরা। জবাবে ব্যাট করতে নেমে সুরেশ রায়নার অপরাজিত ৫৩ রানের সৌজন্যে ম্যাচটি জিতে নেয় গুজরাট। দ্বিতীয় সাক্ষাতেও কেকেআর-কে হারতে হয় গুজরাটের কাছে। অর্থাৎ গুজরাট গতবার দুটো সাক্ষাতেই হারিয়েছিল কেকেআরকে। এই ভয় নাইট-ভক্তদের গ্রাস করেছে।
শুক্রবার অবশ্য নতুন দিন। ম্যাচের ফলাফল কী হবে, তার উত্তর দেবে সময়। গুজরাট লায়ন্স দলে রয়েছেন প্রাক্তন নাইট ব্রেন্ডন ম্যাকালাম। কিউয়ি এই ওপেনার চলতে শুরু করলে কী হতে পারে, তা হাড়েহাড়ে টের পেয়েছেন বিপক্ষের বোলাররা। ম্যাকালাম ছাড়া ক্যারিবিয়ান ডোয়েন স্মিথ, অজি অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিকের মতো ব্যাটসম্যান রয়েছেন। শুক্রবার অবশ্য গুজরাট পাচ্ছে না ক্যারিবিয়ান ডোয়েন ব্র্যাভোকে। শুধু ব্র্যাভোই নন, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ‘ম্যান অফ দ্য সিরিজ’ রবীন্দ্র জাদেজাকেও পাচ্ছেন না রায়না। গুজরাট লায়ন্সের ব্যাটিং দীনেশ কার্তিকের উপরে নির্ভর করে রয়েছে। ঘরোয়া ম্যাচে কার্তিক ৮৫৪ রান করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন