আজ সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন মাশরাফি

বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশ্বাস করেন, মাহমুদউল্লাহ রিয়াদ ভালোভাবেই দলে ফিরে আসবেন।
সোমবার শ্রীলঙ্কায় বসে মাশরাফি এ কথা বলেন।
‘ও যেন দলে নিজেকে বোঝা মনে না করে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। খারাপ সময় সব প্লেয়ারেরই যায়। শেষ ছয় মাসেও ওর যে ফর্ম ছিল সেটা যদি ফিরে পায় তাহলে তা দলে বড় প্রভাব ফেলবে। আমার বিশ্বাস ও খুব ভালোভাবে কামব্যাক করবে। পুরো টিম আসলে ওকে সাহায্য করছে। ’ বলছিলেন মাশরাফি।
বাংলাদেশ এই মাশরাফির অধীনেই বদলে যাচ্ছে। ওয়ানডেতে তার নেতৃত্বে বড় দলগুলোকে হারিয়েছে বাংলাদেশ। টেস্টে তিনি না থাকলেও দল ভাল করছে।
মাশরাফি মনে করেন দলের এই উন্নতিতে সবার অবদান আছে, ‘শেষ কয়েক বছরে আমরা যতগুলো ম্যাচ জিতেছি তাতে সবার সমান অবদান আছে। আমি বলবো না যে কারো একার কৃতিত্বে আমরা ভাল করছি। ’
বাংলাদেশ ইতিমধ্যে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করেছে। প্রথম ম্যাচে ২৫৯ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয় পায় টাইগাররা। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কায় এখন তারই প্রস্তুতিতে ব্যস্ত মাশরাফি-বাহিনী।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ডাম্বুলায়, ২৫ মার্চ। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ এবং কলম্বোতে ১ এপ্রিল সিরিজের শেষ ম্যাচ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন