আজ সন্ধ্যায় মাহমুদউল্লাহ রিয়াদের মুখোমুখি আফ্রিদি

একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৬ আসরের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা থাকলেও বৃষ্টি বাধায় তা সম্ভব হয়নি। প্রথমে পয়েন্ট ভাগাভাগির সিদ্ধান্ত হলেও পরবর্তীতে বাইলস অনুযায়ী উভয় দল ম্যাচটি পুনরায় নতুন সময়ে খেলার রাজি হলে বিপিএল গর্ভনিং কমিটি ম্যাচটি পরিচালনার জন্য ১০ নভেম্বর দিনটি ধার্য করা। যার ফলে আজ মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের মুখোমুখি হতে যাচ্ছে নাঈম ইসলামের রংপুর রাইডার্স।
ম্যাচটি শুরু হবে হোম অব ক্রিকেট মিরপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫ মিনিটে। যথারীতি দেখা যাবে চ্যানেল নাইন, সনি সিক্সের পর্দায় পাশাপাশি লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে বিডিক্রিকটিম ডট কমেও।
নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় এ ম্যাচের আগে উভয় দল বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। রংপুর রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ চট্টগ্রাম ভাইকিংসকে পাত্তা না দিয়ে তুলে নিয়েছে ৯ উইকেটের বিশাল জয় অপরদিকে শ্বাসরুদ্ধকর ম্যাচে রাজশাহী কিংসকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নৈপুণ্যে ম্যাচের শেষ ওভারে হারিয়ে খুলনা টাইটান্সও আহরণ করেছে আত্মবিশ্বাস।
দু’দলের এ লড়াইয়ে কাগজে-কলমে রংপুর কিছুটা এগিয়ে থাকলেও ছাড় দিতে নারাজ খুলনা টাইটান্স। আজকের ম্যাচের মূল আকর্ষণে থাকবে গতদিন অর্ধ-শতক করা রংপুরের ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের পাশাপাশি সৌম্য সরকার। তাছাড়া ব্যাট হাতে আরো নজর থাকবে শহীদ আফ্রিদি ও নাঈম ইসলাম। ব্যাটসম্যানদের পাশাপাশি বল হাতেও রাইডার্সদের মধ্যে ম্যাচের আলোজুড়ে থাকবেন তিন স্পিনার শহীদ আফ্রিদি, সোহাগ গাজী, আরাফাত সানি তাছাড়া রুবেল হোসেন তো থাকছেনই।
অন্যদিকে, তারকা নয় বরং পারফর্মারদের উপরই আস্থা থাকা খুলনা টাইটান্সের ম্যাচজুড়ে নজর থাকবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি উপরের সারির ব্যাটসম্যানদের উপর। আর বল হাতে এ দিন জ্বলে ওঠার প্রতীক্ষায় থাকবে জুনায়েদ খান, শুভাগত হোম, শফিউল ইসলামরা।
সম্ভাব্য একাদশ-
খুলনা টাইটান্সঃ আবদুল মজিদ, নিকোলাস পুরান, ওয়েসেলস, আরিফুল হক, মাহমুদউল্লাহ ©, অলক কাপালি, মোশাররফ হোসেন, শুভাগত হোম, মোহাম্মদ আসগর, জুনায়েদ খান এবং শফিউল ইসলামন।
রংপুর রাইডার্সঃ সৌম্য সরকার, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম ©, শহীদ আফ্রিদি, মুক্তার আলী, রুবেল হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি এবং গ্লিসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন