আজ সাকিব-মুস্তাফিজকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ, কিন্তু কেন !
বিপিএল অধ্যায় শেষ করেই কন্ডিশনিং ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডে ব্যাট-বলের মূল লড়াইয়ের আগে অস্ট্রেলিয়ায় নিজেদের পরখ করে নিচ্ছে টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে মূল সিরিজ শুরুর আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে অস্ট্রেলিয়ায় দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটিতে আজ (১৪ ডিসেম্বর) বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে মাঠে নেমেছে বিসিবি একাদশ।
নর্থ সিডনির ওভালে টস জিতে ফিল্ডিং করছে মাশরাফি বিন মুর্তজার দল।
প্রস্তুতি ম্যাচে বিরুদ্ধ কন্ডিশনে খেলোয়াড়দের যাচাই করে নিতে চাইবেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে এই ম্যাচে নেওয়া হয়নি। ইনজুরিতে দীর্ঘ বিরতির পর আজও তাকে বিশ্রামে রেখেছেন নির্বাচকরা।
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলন ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে মাশরাফি-সাকিব-মুস্তাফিজরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন