আজ ৯ পৌরসভায় ভোট
দেশের ৯টি পৌরসভায় আজ বুধবার ভোট হবে। এ জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- নরসিংদী জেলার ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর নোয়াখালী ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভা।
এ বিষয়ে ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, এসব পৌরসভায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের সব ব্যবস্থা কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী কাজে মাঠে রয়েছেন। আশা করি, ভোটারদের ব্যাপক উপস্থিতিতে সুষ্ঠু ভোট হবে।
গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে শেষ হয়েছে সব ধরনের নির্বাচনী প্রচার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকায় এরই মধ্যে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।
একই সঙ্গে আজ দিবাগত রাত ১২টা থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত এলাকায় সব ধরনের মোটর ও নৌযান চলাচল করতে পারবে না।
ইসির দেওয়া তথ্যমতে, উল্লিখিত পৌরসভার মধ্যে নরসিংদীর রায়পুরার ২ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর এবং ঘোড়াশালের ১, ২, ৩, ৫, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সব মিলিয়ে ৯ পৌরসভায় মেয়র পদে দলীয় ২১ জন ও স্বতন্ত্র ছয়জন এবং কাউন্সিলর পদে ৩১৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনে ১৩৩টি ভোটকেন্দ্রের ৮৭৯টি ভোটকক্ষে মোট তিন লাখ ১৩ হাজার ৬৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন
সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন
রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন