আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২০ জুন) ওয়াশিংটন ডিসিতে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টামি ব্রুস।
সম্প্রতি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোর মধ্যকার বৈঠক নিয়ে কথা বলেন টামি ব্রুস। তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
টামি ব্রুস বলেন, “বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ক্রিস্টোফার ল্যান্ডো। আগামি জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন তারা। এছাড়াও বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণসহ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক নিয়েও তারা কথা বলেছেন।”
ড. খলিলুর রহমান এবং মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে নেতৃত্ব দিয়েছেন, তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে বাংলাদেশের প্রতি অব্যাহত মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।
তারা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন