আটকে গেছে ‘চালবাজ’, লন্ডনে অলস সময় কাটছে শাকিবের
কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও শাকিব খান লন্ডনে রয়েছেন। সেখানে তাদের কাজ নেই, তাই অবসর কাটাতে হচ্ছে শাকিবকে।
ব্রিটেনে যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’ এর শুটিং করার কথা ছিল। নীতিমালার চুক্তি ‘অমান্য’ করায় শুটিং শুরু করা যায়নি। এখনও ব্রিটেনে রয়েছেন কলাকুশীলবরা।
কলকাতার জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন পরিচালিত ‘চালবাজ’ সিনেমার মূখ্য ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব। ছবিটির শুটিংয়ের জন্য গত ২০ জুন লন্ডনে রওনা দেন। লন্ডনে টানা ২০ দিনের মতো শুটিং হবার কথা।
এরপর বাংলাদেশ ও ভারতে হবে শুটিং হবে। কিন্তু লন্ডনেই শুটিং আটকে গেছে। বেকার পড়ে রয়েছেন শাকিব, শুভশ্রীসহ কুশীলবরা।
জানা গেছে, এসকে মুভিজের বিদেশে শুটিং করার জন্য এফসিটিডাব্লিউইআই-র সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়শনের। সেই চুক্তি মেনে কাজ করতে হতো প্রযোজক সংস্থাগুলিকে।
৩০ এপ্রিল সেই চুক্তির মেয়াদ ফুরিয়েছে। ফলে সেই গাইডলাইন মানতে আর বাধ্য নয় প্রযোজকরা। তা সত্ত্বেও ১৫ দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে ব্রিটেনে শুটিংয়ের বিষয়ে জানানো হয়েছিল ফেডারেশনকে।
নোটিশে আরও উল্লেখ, গত ১৭ জুন প্রযোজকসংস্থাকে একটি ই-মেল বার্তা পাঠায় এফসিটিডাব্লিউইআই। সেখানে বলা হয়, যেহেতু চুক্তির মেয়াদ ফুরিয়েছে তাই শুটিংয়ের অনুমতি ফেডারেশন দেবে না।
জানা গেছে, ১৯ জন টেকনিশিয়ানকে লন্ডনে না নিয়ে যাওয়া পর্যন্ত শুটিং করতে পারবে না প্রযোজক সংস্থা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন