আটকে যাচ্ছে সাড়ে চার লাখ সরকারি চাকরিজীবীদের বেতন
জাতীয় পরিচয়পত্র পেয়েও আট বছর ধরে দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারি ভুল তথ্য সংশোধন না করায় বিস্ময় প্রকাশ করেছেন এনআইডি উইং কর্মকর্তারা। ইতোমধ্যে ভুল সংশোধনের জন্য সাড়ে চার লাখেরও বেশি আবেদন পড়েছে। নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের পর জাতীয় পরিচয়পত্র সংশোধনের এ হিড়িক পড়ে।
এন আইডি কর্মকর্তারা বলেন, সরকারি চাকরিজীবীরা নিজেদের সুবিধার জন্য তাদের বয়স পরিবর্তন করছে। আমরা জনপ্রসাসন মন্ত্রনালয়ে এদের একটি তালিকা পাঠাবো। তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে জনপ্রশাসন মন্ত্রনালয়।
এ বিষয়ে এন আইডির ডিজি সুলতানুজ্জামান সালে উদ্দীদ বলেন, আমরা সারে চার লাখ আবেদনের তালিকা জনপ্রশাসন মন্ত্রনালয়ে পাঠাবো। তারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কারণ এরা সবাই শিক্ষিত এদের ভুল হওয়ার কথা নয়। চাকরির সুবিধার্থে এখন নাম বয়স পরিবর্তন করছে।
শুধু নাম, জন্মতারিখ নয়, হরেক রকমের তথ্য সংশোধনের হিড়িক পড়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগে।
এ অবস্থায় সরকারি চাকরিজীবীদের ভুল তথ্য সংশোধন নিয়ে এনআইডি উইং রীতিমত হিমশিম খাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিস্ময়-এতোদিন ধরে কীভাবে ভুল তথ্য দিয়ে চাকরি করছেন এসব সরকারি কর্মকর্তা কর্মচারিরা। একজন সচেতন নাগরিক হয়েও কেন সাত বছর ধরে নিজেদের ভুল তথ্য সংশোধন করল না লাখ নাগরিক?
২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা করতে গিয়ে তথ্য নিবন্ধনের সময় সঠিকভাবে কম্পিউটারে ডাটা এন্ট্রি না করার জন্যে নির্বাচন কমিশনকে দোষারোপ করছে অনেকে।
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের পর জাতীয় পরিচয়পত্র সংশোধনের এ হিড়িক পড়ে। ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশের পর জানুয়ারিতে নতুন কাঠামোয় বেতন তুলবেন তারা। নতুন স্কেলে বেতন নির্ধারণের সুবিধার্থে সরকারি চাকরিজীবীদের জাতীয় পরিচয়পত্র ব্যবহারের নির্দেশনাও দিয়েছে অর্থমন্ত্রণালয়।
ইসি কর্মকর্তারা জানান, হঠাৎ সরকারি চাকরিজীবীদের এমন তৎপরতা ও অনেকের চাপে এনআইডি সেবার স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। গত দু’দিন ধরে প্রচণ্ড ভিড়ের পাশাপাশি কিছু কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সংশোধিত এনআইডি নেওয়ার তাগিদ দেওয়ায় কিছুটা বিশৃঙ্খলাও সৃষ্টি হচ্ছে।
সেই সঙ্গে নির্বাচন কমিশন ভোটারের ডাটা এন্ট্রিতে অনভিজ্ঞ লোকদের দিয়ে কাজ করানোর কুফলও ভোগ করতে হচ্ছে নাগরিকদের।
সার্বিক বিষয়ে এনআইডি পরিচালক সৈয়দ মোহাম্মদ মূসা বলেন, “সরকারি চাকরিজীবীদের বিষয়টি নিয়ে আলাদাভাবে কাজ করছি আমরা। সবাইকে এ সেবা দেওয়া হবে কিন্তু অবস্থা বিবেচনা করে ধৈয্য ধরতে হবে এবং আমাদের পরিস্থিতিও বুঝতে হবে তাদের। এনআইডি উইংয়ের কাজ স্বাভাবিক রাখতে সহায়তা করতে হবে সবাইকে।”
আগারগাঁওস্থ কার্যালয়ে কাজের শৃঙ্খলা রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
“অফিসের ভেতরে প্রবেশ করে একজনের কাছে ২০-২৫ জন জড়ো হয়ে তাৎক্ষনিকভাবে এনআইডি ঠিক করে দেওয়ার জন্য চাপ দিলে তো কাজের পরিবেশ ব্যহত হচ্ছে। এভাবে চলতে পারে না। সরকারি চাকরিজীবীদের বাইরে সাধারণ নাগরিককেও সেবা দিতে হচ্ছে। গত কয়েকদিন অনেক লোকের ভিড় হয়েছে। সেজন্যে নির্ধারিত ডেস্কের মধ্যে সবাইকে আবেদন জমা দিতে ব্যবস্থা করেছি।”
যে কোন ধরনের অনিয়ম রোধেও কঠোর নজরদারি রয়েছে বলে জানান এনআইডি উইং পরিচালক (অপারেশন্স) সৈয়দ মোহাম্মদ মূসা।
দেশে সরকার অনুমোদিত ১৬ লাখ ৭৮ হাজার ৩৪২টি পদের বিপরীতে বর্তমানে ১৩ লাখ ৭৫ হাজার ৪৩৮ জন কর্মরত রয়েছেন।
অর্থবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী স্বাক্ষরিত ইতোমধ্যে জারি করা এক পরিপত্রে জানানো হয়, যাদের জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ, নামের বানান ও অন্যান্য তথ্য চাকরির রেকর্ড থেকে ভিন্ন, তাদের বেতন নির্ধারণের আগে নিজ উদ্যোগে আবশ্যিকভাবে এনআইডি সংশোধন করে নিতে হবে।
বিজয় দিবসের পরদিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বয়ংক্রিয়ভাবে ওইসব কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের সফটওয়্যার আইবাস প্লাস প্লাস (iBAS++) উদ্বোধন করেন।
যে কোনো কর্মকর্তা-কর্মচারী এই সফটওয়ারে ঢুকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, কর্মরত পদ, চাকরিতে যোগদানের তারিখ, কতগুলো টাইম স্কেল, সিলেকশন গ্রেড পেয়েছেন তার তথ্য এবং সর্বশেষ স্কেলের তথ্য দিলেই নতুন স্কেলে তার বেতন কত দাঁড়াচ্ছে তা চলে আসবে। একইভাবে মিলবে অবসর ভাতার তথ্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন