আটক পাঁচজন সারওয়ার-তামিম গ্রুপের জঙ্গি : র্যাব
রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডা থেকে জঙ্গি সন্দেহে যে ৫ জনকে আটক করা হয়েছে তারা জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের (নব্য জেএমবি) সদস্য বলে দাবি করছে র্যাব। মঙ্গলবার সকালে এক ক্ষুদে বার্তায় এ দাবি করা হয়।
ওই ক্ষুদে বার্তায় র্যাব জানায়, আটককৃতরা জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সদস্য। এদের মধ্যে দুইজন প্রকৌশলীও রয়েছেন। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।
মঙ্গলবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে তাদের বিষয়ে বিস্তারিত জানাবে র্যাব।
উল্লেখ্য, মূল ধারার জেএমবির একটি অংশ বিভক্ত হয়ে নতুনভাবে সংগঠিত হয়েছে; যার প্রধান ছিলেন নিহত জঙ্গি তামিম হোসেন চৌধুরী। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিসিটি) ইউনিট এই গ্রুপটিকে ‘নব্য জেএমবি’ বলে আসছে। তবে র্যাবের দাবি, নতুন এই গ্রুপের প্রধান সারওয়ার ওরফে আব্দুর রহমান, যিনি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। এই গ্রুপটিকে সারওয়ার-তামিম গ্রুপ বলে আসছে র্যাব।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন