আটটি গুলি করে হত্যা, তারপর ফেসবুকে স্ত্রীর রক্তাক্ত ছবি, যাবজ্জীবন কারাদন্ড

ত্রীকে হত্যার পর রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ডেরেক মেডিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খবর এএফপির।
শুক্রবার মায়ামির একটি আদালত এই কারাদণ্ডাদেশ দিয়েছেন।
ফেসবুকে বীভৎস ঘটনাটি ঘটে ২০১৩ সালে। স্ত্রীকে হত্যার পর তার দায়ও অবলীলায় স্বীকার করে নেন ডেরেক। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, হত্যার দায়ে তাকে কারাগারে যেতে হবে।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে ডেরেক আরও বলেন, বাড়ির রান্নাঘরে তিনি স্ত্রী জেনিফার আলফনসোকে পরপর আটটি গুলি করেন। তার দাবি, জেনিফারই প্রথমে তাকে ছুরি দিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন।
স্ত্রীকে হত্যার পর ফেসবুকে দেয়া রক্তাক্ত ছবির সঙ্গে একটি বার্তাও দিয়েছিলেন ডেরেক। এতে লেখা ছিল, স্ত্রীকে হত্যার জন্য তিনি পুলিশের কাছে ধরা দিচ্ছেন। তিনি সবাইকে মনে রাখবেন। সবাই যেন ভালো থাকে।
রায়ের সময় বিচারক ইভানি কলোনি ডেরেক মেডিনোকে বলেন, ‘তুমি নিজেই তোমার ভবিষ্যত বলেছিলে। ফেসবুকে লিখেছিলে, আমাকে জেলে যেতে হবে এবং এটাই সত্য যে, তুমি জেলে যাচ্ছ।’
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন