‘আটাইগাররা ভয় নাই, আমরা আছি লক্ষ ভাই’

বাংলাদেশ ক্রিকেট দলে মাত্র ১১ জন। অথচ এই ১১ জনই যখন দেশের সব শ্রেণি-পেশার মানুষকে একটি কাতারে শামিল করে তখন তাদের প্রতি ভালোবাসা আবেগ শ্রদ্ধা যে হিমালয়সম পৌঁছে যায় সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেই ১১ বীরের কারো ওপর অন্যায় অবিচার হলে স্বাভাবিকভাবেই জ্বলে-ফুঁসে উঠার কথা। বাংলাদেশ দলের পেস বোলার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানীকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধের প্রতিবাদে আজ রবিবার শাহবাগ আর টিএসসি মোড়ে বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটির আহ্বানে আইসিসির প্রতি ক্ষোভ আর হৃদয় নিংড়ানো ধিক্কার জানালেন তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।
‘তাসকিন যদি নিষিদ্ধ হয়, অশ্বিন বুমরা কেন নয়’, ‘তিন মোড়লের হাত থেকে ক্রিকেটকে রক্ষা করো’ ‘আটাইগাররা ভয় নাই, আমরা আছি লক্ষ ভাই’ এমনি নানা স্লোগানে সরগরম হয়ে শাহবাগ মোড়।
এ বিক্ষোভ মিছিলের কর্মসূচির সঙ্গে ক্রিকেটের ‘তিন মোড়লের’ প্রতীকী কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানিয়ে ফ্যানস ইউনিটির আহ্বায়ক সঞ্জিব বলেন, “তাসকিনকে এমন এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলো যে ম্যাচে তিনি কোনো বাউন্স দেননি। এদিকে আইসিসির নিয়মে আছে যে, ম্যাচের জন্য অভিযোগ করা হবে কেবল ওই ম্যাচের বিষয়ে সতর্ক করে দেবে, নিষিদ্ধ নয়। অথচ আইসিসি কার ইশারায় নিয়ম ভঙ্গ করে তাসকিনকে নিষিদ্ধ করলো আমরা তা জানতে চাই।”
সঞ্জিব আরও বলেন, “গত বছর ইন্ডিয়া আমাদের সঙ্গে পুকুরচুরি করলো, এবারও ভিন্ন কায়দায় তারা পুকুরচুরি করলো। আইসিসির ঘাড়ে ইন্ডিয়ার ভূত চেপে আছে। এই ভূত সরাতে হবে। তিন মোড়লের হাতে বন্দি ক্রিকেট। আমরা এর তীব্র নিন্দা জানাই। আশা করি অবিলম্বে এই টুর্নামেনন্টেই রিভিউয়ের মাধ্যমে আমরা তাসকিনকে আবার ফিরে পাবো।”
ক্রিকেটপ্রেমীরা তাদের প্রতিবাদ দেশে-বিদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ইংরেজিতে লেখা ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে উপস্থিত হয়ে নানা স্লোগান দিতে থাকেন। মিছিলটি টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে আইসিসির লোগো সংবলিত কুশপুত্তলিকা দাহ করে।
প্রসঙ্গত, বাংলাদেশ দলের পেস বোলার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানিকে বিশ্বকাপ চলাকালীন সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। আগামী ২১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের দুই দিন আগে এবং ভারতের বিপক্ষে ২৩ মার্চের ম্যাচের চারদিন আগে আইসিসি এ সিদ্ধান্ত জানালো। এটা বাংলাদেশ ক্রিকেটের বিরুদ্ধে আইসিসির ‘তিন মোড়লের’ ষড়যন্ত্র বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই ইতোমধ্যেই অভিহিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন