বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আট নয়, ছয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা

ঈদুল ফিতরের আগে নির্বাহী আদেশে এক কর্মদিবসে ছুটি ঘোষণার কারণে তিন দিনের সরকারি ছুটির আগে এবং পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন ছুটি পেয়েছিল সরকারি কর্মীরা। দুই মাস পর ঈদুল আযহাতেও একই সুবিধা পেতে যাচ্ছেন তারা। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর ঈদের ছুটির আগের একদিন কর্মদিবসে অফিস করতে হবে না তাদেরকে। ফলে টানা ছয় দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকুরেরা।

এর আগে ঈদের ছুটির আগে ও পরে একটি কর্মদিবসে ছুটি ঘোষণা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছিল। সকালে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী সে প্রস্তাব অনুমোদন করেছেন। তবে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, প্রধানমন্ত্রী কেবল ১১ সেপ্টেম্বর বরিবারের ছুটি অনুমোদন করেছেন। আর এর বদলে ২৪ সেপ্টেম্বর শনিবার অফিস খোলা থাকবে। ফলে ৯ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ছয়দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ঈদুল আযহার সরকারি ছুটি নির্ধারিত ছুটি ১২ সেপ্টেম্বর সোমবার থেকে ১৪ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত। এরপর বৃহস্পতিবার একটি কর্মদিবস শেষে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। আবার ঈদের ছুটির আগেও কেবল একদিন কর্মদিবস আছে। এই ১১ সেপ্টেম্বর রবিবার ও ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার অফিস করতে না হলে ৯ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা নয়দিন ছুটি ভোগ করা যেতো।এই অবস্থায় ১১ ও ১৫ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করার প্রস্তাব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে ফাইল যায়। এই দুই কর্মদিবসে ছুটির বদলে ২৩, ২৪ ও ৩০ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিন অফিস খোলা রাখার প্রস্তাব করা হয়েছিল।

বছরের শুরুতেই সরকারি ছুটির দিন নির্দিষ্ট করে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতাবলে অন্য যে কোনো দিনকেও ছুটি ঘোষণা করতে পারেন। ঈদুল ফিতরের আগে ৪ জুলাই কর্মদিবসে ছুটি ঘোষণা করেন তিনি। ফলে ১ ও ২ জুলাই সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদের ছুটি আর শেষে ৮ ও ৯ জুলাই আবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয়দিন ছুটি পায় সরকারি কর্মীরা। ওই ৪ জুলাইয়ের বদলে পরে ১৬ জুলাই শনিবার সরকারি ছুটির দিন অফিস খোলা রাখা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, ১২ সেপ্টম্বর ঈদ ধরে আগামী ১১ ১২ ও ১৩ সেপ্টেম্বর এই ঈদের ছুটি নির্ধারিত ছিল। এর আগে সাপ্তাহিক ছুটির দুই দিন ছুটি থাকায় সরকারি কর্মীরা টানা পাঁচ দিন ছুটি পেতে পারতেন। কিন্তু ঈদ ১৩ সেপ্টেম্বর চলে যাওয়ায় দুই দিকে সাপ্তাহিক ছুটির আগে পরে এক দিন করে কর্মদিবস পড়ে যাওয়ায় বেকায়দায় আছেন তারা। এই দিকটি মাথায় রেখে এবারও দুই কর্মদিবসে ছুটি ঘোষণা করে সাপ্তাহিক ছুটির দিন কাজ করার প্রস্তাব পাঠানো হয়।ঈদে বাড়ি যাওয়া বা ফেরার পথে প্রতি বছর ব্যাপক ভোগান্তি হয়। কিন্তু ছুটি দীর্ঘ হলে এই ভোগান্তি কম থাকে। ঈদুল ফিতরের আগে টানা নয়দিন ছুটি থাকার সুফল পেয়েছে যাত্রীরা। যাওয়া বা আসার পথে ভোগান্তি হয়নি তেমন।

এই সংক্রান্ত আরো সংবাদ

উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন

বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ

চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

  • চট্টগ্রামে আইনজীবী হত্যা, ঢাবিতে গায়েবানা জানাজা
  • বাংলাদেশের উপ-রাষ্ট্রপতি এবং উপ-প্রধানমন্ত্রী সম্পর্কে আপনি কতটুকু জানেন?
  • পররাষ্ট্র মন্ত্রণালয়: চিন্ময় দাসকে নিয়ে ভারতের বিবৃতিতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে
  • রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
  • জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে
  • ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান