আট হামলাকারী নিহত
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত আট হামলাকারী নিহত হয়েছে। এদের মধ্যে সাতজন ছিল আত্মঘাতী বোমা হামলাকারী।
বাটাক্লঁ কনসার্ট হলেই নিহত হয় চার হামলাকারী। এদের মধ্যে তিনজন নিজেদের সঙ্গে রাখা বোমায় আত্মঘাতী হয়। আর একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। এখানে হামলাকারীদের গুলিতে নিহত হয়েছে প্রায় ১২০ জন।
বার্তা সংস্থা এএফপি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারীদের চারজন বোমায় আত্মঘাতী হয়। চতুর্থজনের দেহেও বোমার বেল্ট ছিল। তবে পুলিশের গুলি ছুড়লে সে পড়ে যায়। এতে বোমাটি বিস্ফোরিত হয়।
জাতীয় স্টেডিয়ামের কাছে তিন হামলাকারীর মৃত্যু হয়েছে । আর একজন প্যারিসের রাস্তায় গুলিতে নিহত হয়েছে।
প্যারিসের সরকারি আইনজীবীর দপ্তর থেকে আটজন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। তবে আরো হামলাকারী রয়েছে কি না সে ব্যাপারে এখনো নিশ্চিত তথ্য জানাতে পারেননি দপ্তরের মুখপাত্র।
প্রসঙ্গত, শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসসহ ও এর আশপাশের ছয় স্থানে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরো শতাধিক। এ হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। দেশটির সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন