আতঙ্কে হোটেল থেকে বেরিয়ে এলেন রায়নারা !
দিল্লি সহ গোটা উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ কেঁপে উঠেছে ভূমিকম্পে৷ যার প্রভাব পড়ল মোহালিতে থাকা গুজরাত লায়ন্সের অন্দরমহলেও৷ সোমবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের ম্যাচ খেলার জন্য সুরেশ রায়না-ডেল স্টেইনরা বর্তমানে মোহালিতে রয়েছেন৷ হোটেলে থাকাকালীনই ভূমিকম্প হওয়ায় তড়িঘড়ি তাঁদেরকে বাইরে নিয়ে আসা হয়৷
এরপরই টুইটারে দলের পেস আক্রমনের অন্যতম ভরসা ডেল স্টেইন জানান,‘এই মাত্র মোহালিতে ভূমিকম্প টের পেলাম৷ হোটেল থেকে বেরিয়ে এসেছি৷ ছেলেরা একটু ‘কম্পিত’৷’ এরপর অ্যারন ফিঞ্চও টুইট করে জানান,‘মোহালিতে হঠাৎ করেই ভূমিকম্পের কারণে আমাদের বের করে নিয়ে আসা হল৷’ গুজরাত দলের তরফ থেকেও টুইট করা হয়৷ সেখানে লেখা হয়,‘মোহালি সহ উত্তর ভারতের কিছু কিছু জায়গায় ভূমিকম্প অনূভুত হয়েছে৷ আমাদের খেলোয়াড়দের হোটেল থেকে বের করে আনা হয়েছে৷ সবাই সুস্থ রয়েছে৷’
এদিন কেঁপে উঠেছে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। জম্মু-কাশ্মীর, রাজস্থান, উত্তরাখণ্ড এবং নয়ডাতেও অনুভূত হয়েছে কম্পন। একইসঙ্গে পাকিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তান সীমান্তেও অনুভূত হয়েছে কম্পন। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮। জানা গিয়েছে আফগানিস্তানের আশকাশাম হচ্ছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এদিন প্রায় চার মিনিট ধরে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কারণে বন্ধ করে দেওয়া হয় দিল্লির মেট্রো পরিষেবা। পাকিস্তানে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১৷ নাওয়াজ শরিফের দেশের পেশোয়ার, চিত্রল, সোয়াট, গিলগিট, ফয়সলাবাদ এবং লাহোরে কয়েকটি বাড়িও ভেঙেছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন