আত্মবিশ্বাস ফিরিয়ে আনার মিশনে আল আমিন
গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরিশাল বুলসের মিশন শুরু হয়েছিল উদ্বোধনী দিনেই (৮ নভেম্বর)। শুরুর ম্যাচ থেকেই বরিশাল বুলসের হয়ে খেলেছেন পেসার আল আমিন হোসেন। ১৭ নভেম্বর পর্যন্ত বরিশালের হয়ে পাঁচ ম্যাচ খেলেন ডানহাতি এই পেসার। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।
পাঁচ ম্যাচে পাঁচ উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন আল আমিন। পারফরম্যান্সের কারণেই দল থেকে ছিটকে যেতে হয় তাকে। এরপর তার বিরুদ্ধে অভিযোগ ওঠে শৃঙ্খলাভঙ্গের। পরবর্তীতে বিপিএলে আর একটি ম্যাচও খেলা হয়নি সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গোনা আল আমিনের। এই শৃঙ্খলাজনিত কারণে নিউজিল্যান্ড সফরেও বাংলাদেশ দলে জায়গা হয়নি তার।
তবে এসব নিয়ে মাথা না ঘামিয়ে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন বাংলাদেশের হয়ে ৬ টেস্ট, ১৪ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি খেলা আল আমিন। তার মিশন এবার ফর্মের সাথে আত্মবিশ্বাসও ফিরিয়ে আনা। আল আমিন বলেন, ‘ভালো ছন্দে না থাকার কারণে বিপিএলে আমি সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি। নিয়মিত জিম ও অনুশীলন করে আমি আমার ফর্ম ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি। একই সাথে আমি আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান আল আমিন, ‘সামনে জাতীয় লিগ ও বিসিএল পাচ্ছি। আত্মবিশ্বাস ফিরিয়ে এনে আমি যদি ভালো বোলিং করতে পারি তাহলে টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকরা আমাকে সুযোগ দিতেই পারেন। ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের সাথে আমাদের অনেক ম্যাচ আছে। যে কোনো সময় আমি সুযোগ পেতে পারি। এসব ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করে যাচ্ছি। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ।’
নিউজিল্যান্ড সফরে না গেলেও সতীর্থদের ভালো করার ব্যাপারে আশাবাদী ডানহাতি এই পেসার। তিনি বলেন ‘গত দেড় বছরে আমরা বেশিরভাগ ম্যাচ ঘরের মাটিতে খেলেছি। আমরা ঘরের মাঠে বেশি শক্তিশালী। সেদিক থেকে নিউজিল্যান্ডে ভিন্ন কন্ডিশন হবে। অস্ট্রেলিয়াতে করা অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ কাজে আসবে। আমাদের যে সামর্থ্য আছে সেটা মাঠে দিতে পারলে ভালো প্রতিযোগিতা হবে। নিউজিল্যান্ড ঘরের মাটিতে শক্তিশালী দল।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন