আত্মবিশ্বাস বাড়াতে মনোবিদের দারস্থ মাশরাফিবাহিনী
শুরুটা হয়েছিল সেই ২০১৫ সালের বিশ্বকাপ থেকে। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ ক্রিকেটকে। ধারাবাহিক সাফল্য দেখানো বাংলাদেশ এশিয়া কাপে অসাধারণ সাফল্য দেখানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডও পার হয় সহজেই। তবে মূল পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় বাংলাদেশের।
পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত হারকে কেবল একটি খারাপ দিন ভেবেই সামনে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ দলের সব খেলোয়াড়রা। পরাজয় ভুলে প্রস্তুতি নিচ্ছেন সামনের ম্যাচে ভালো কিছু করার, জয় তুলে নেয়ার। আর সেই পথে ক্রিকেটারদের সাথেই হাটছেন দলের কোচরাও, যোগাচ্ছেন উৎসাহ, দেখাচ্ছেন নতুন কৌশল।
দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাসে যেন সামান্যতম ক্ষতও সৃষ্টি না হয় সেজন্য ঠিক এমন সময়েই অস্ট্রেলীয় মনোবিদ ফিল জনসির সাহায্য নিচ্ছে বাংলাদেশ দল। বিশ্বকাপের চলতি মৌসুমে এক সপ্তাহের ‘অ্যাসাইনমেন্টে’ টাইগার দলের সঙ্গে যোগ দিয়েছেন জনসি।
তবে বাংলাদেশ দলের মনোবিদকে আসল কাজটা করতে হবে ব্যাঙ্গালুরুতে বসে। সেখানে টিম উঠছে হোটেল ‘গার্ডেন সিটি’তে। পরের দু’টি ম্যাচে এখানেই মাঠে নামবে টাইগাররা। আর কলকাতা থেকে ব্যাঙ্গালুরুতে পৌঁছেই বাংলাদেশ দলের সঙ্গে বসেছেন জনসি। পুরো সপ্তাহব্যাপী চলবে তার এই মনোন্নয়নের কাজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন