আত্মসমর্পন করেছে দুই জঙ্গী নারী, উদ্ধার দুই শিশু; বাকিদের ধরতে যেকোন সময় অভিযান শুরু

রাজধানীর আশকোনা এলাকায় একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে আজ শনিবার ভোররাত থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতমধ্যে আত্মসমর্পন করেছে দুই জঙ্গী নারী ,উদ্ধার হয়েছে দুই শিশু। বাকিদের ধরতে যেকোন সময় অভিযান শুরু হবে বলে জানিয়েছে পুলিশ ।
হাজিক্যাম্পের কাছে সুর্য্যভিলা নামের তিনতলা ওই ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এবারই প্রত্থম কোন জঙ্গী বিরোধী অভিযানে আত্মসমর্পনের ঘটবা ঘটলো । মুলত শিশু ও নারীদের জন্য এতক্ষনেও অভিযান শুরু করা যায়নি ।
আরও পড়ুন: সুশান্ত পালের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ঢাবি কর্তৃপক্ষ
এর আগে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছিলো বাড়িটিতে ‘নব্য জেএমবির শীর্ষ এক নেতার সাথে বেশ কজন নারী জঙ্গী ও শিশু রয়েছে ।
অভিযানে অংশ নেয়া পুলিশের একটি সুত্র সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছে , জঙ্গীদের জীবিত ধরার চেষ্টা চলছে । শীর্ষ জঙ্গী জাহিদের স্ত্রী শিলা রয়েছে সেখানে বলে ধারনা করা হচ্ছে । শেষ খবর পাওয়া পর্যন্ত ডিএমপি কমিশনার ঘটনাস্থলে পৌছেছে। যে কোন সময় শুরু হবে অভিযান।
আরও পড়ুন: বগুড়ার প্যানেল মেয়র গুলিসহ বিমানবন্দরে গ্রেফতার
ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম বলেন, বাড়িটিতে ‘নব্য জেএমবির শীর্ষ এক নেতা’ রয়েছে। এ ছাড়া নারীসহ একাধিক জঙ্গি রয়েছে। জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তবে তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে। মুলত শিশু ও নারীদের জন্য এতক্ষনেও অভিযান শুরু করা যায়নি ।
ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন