আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চাঁদপুরে চার শিক্ষকের বিরুদ্ধে মামলা
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে চাঁদপুরে বাগাদী গণি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ চার শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহত শিক্ষার্থীর বাবা।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নিহত সাথী আক্তারের (১৪) বাবা দেলোয়ার হোসেন শেখ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সহকারী শিক্ষক ফাতেমা বেগম, জাহাঙ্গীর হোসেন ও মো. জাকির।
সাথীর মা শায়লা বেগম জানান, তার তিন মেয়ের মধ্যে মেজো ছিলো সাথী। পরীক্ষার ফি পরিশোধ না করায় গত রোববার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন তাঁর মেয়েসহ কয়েকজন শিক্ষার্থীকে রোদের মধ্যে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন।
শায়লা বেগম আরও জানান, গতকাল সকালে সাথী পরীক্ষার ফির বকেয়া ৮০ টাকা চাইলে তিনি তা জোগাড় করতে বাড়ির অন্য মানুষের কাছে যান। সে সময় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাথী।
দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, স্কুলের মাসিক বেতন ও পরীক্ষার ফিসহ ছিল ৪০০ টাকা। এর মধ্যে ৩২০ টাকা পরিশোধ করা হয়েছিল। বকেয়া ৮০ টাকার জন্য সাথীকে সাজা দিয়েছিলেন মো. আলাউদ্দিন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালিউল্লাহ জানান, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরের পর সাথীর লাশের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। মামলাটি তদন্তের জন্যে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিয়েবাড়িতে টেবিল বসিয়ে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবি
বিয়েবাড়িতে টেবিল বসিয়ে উপহারসামগ্রী নেওয়ার প্রচলন বন্ধের দাবিতে চাঁদপুরে র্যালিবিস্তারিত পড়ুন
চাঁদপুরে মাদকের টাকার জন্য মারাত্মকভাবে কুপিয়ে মাকে হত্যা
চাঁদপুর শহরে মাদকসেবী ছেলের হাতে মা খুন হয়েছেন। মঙ্গলবার রাতবিস্তারিত পড়ুন
১৫ লাখ ইয়াবা উদ্ধার
চট্টগ্রামের পতেঙ্গার বহির্নোঙর এলাকায় একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবাবিস্তারিত পড়ুন