আদালতেই মৌসুম শুরু হচ্ছে রোনালদোর!

প্রাক-মৌসুম প্রস্তুতিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্রামে দারুণ সময় কাটিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। রিয়ালের হয়ে অনুশীলন শুরু করার আগেই আদালতে যেতে হচ্ছে সিআর সেভেনকে। সোমবার কর ফাঁকি মামলায় স্পেনের আদালতে সশরীরে উপস্থিত হতে হবে রোনালদোকে। বলতে গেলে, আদালতেই মৌসুম শুরু হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকার।
গত জুনে রোনালদোর বিরুদ্ধে ১৪.৭ মিলিয়ন তথা ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ ওঠে। এরপই রোনালদোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্প্যানিশ প্রসিকিউটর।
২০১১ সাল থেকে ২০১৪ পর্যন্ত প্রতি বছর যথাক্রমে ১৪ লাখ, ১৭ লাখ, ৩২ লাখ ও ৮৫ লাখ ইউরো কর ফাঁকি দেন বলে রোনালদোর বিরুদ্ধে অভিযোগে তোলে স্পেনের কর বিভাগ। প্রসিকিউটররা বলেছেন, রোনালদো জেনে-বুঝে ২০১০ সালে এমন একটা ব্যবসায়িক কাঠামোর আশ্রয় নিয়েছিলেন, যেটা স্পেনে ‘ইমেজ রাইট’ থেকে রোনালদোর আয় লুকাতে সাহায্য করেছিল। যদিও শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন রিয়াল মাদ্রিদের নাম্বার সেভেন
এদিকে কর বিভাগের আরো অভিযোগ, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত রোনালদো স্পেনে থাকাকালীন ১১.৫ মিলিয়ন ইউরো আয়ের একটা হিসাব দিয়েছিলেন। তবে বাস্তবে সেই আয়ের পরিমাণটা ৪৩ মিলিয়ন ইউরোর কাছাকাছি। কর ফাঁকি মামলায় দোষী প্রমাণিত হলে জেলের শাস্তির পাশাপাশি আর্থিক জরিমানাও দিতে হবে রোনালদোকে। অবশ্য স্পেনের আইন অনুযায়ী, প্রথমবারের অপরাধের সাজা দুই বছরের কম সাজা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারাগারে যেতে হয় না।
প্রাক-মৌসুম প্রস্তুতির তিন ম্যাচের তিনটিতেই হেরেছে রোনালদোহীন রিয়াল মাদ্রিদ। সেই ব্যর্থতা ঝেরে আগামী ১৩ আগস্ট স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম লেগে ন্যু-ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। ফিরতি পর্বে ঘরের মাঠে বার্সাকে আতিথ্য দেবে জিনেদিন জিদানের দল।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন