আদালতে কেঁদেছেন, আজ সকালে হাসিমুখে কী বললেন তাপস পাল?
৩০ ডিসেম্বর সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ তাপস পাল। তার পর থেকেই চলছে দফায় দফায় জেরা। রোজভ্যালি চিট ফান্ড কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গতকাল ভুবনেশ্বরের একটি আদালতে তোলা হয়। সেখানে বিচারকের প্রশ্নের সামনে বিহ্বল হয়ে পড়েন তিনি। পরে বেঞ্চে বসে তাঁকে কাঁদতেও দেখা যায়। পাশে বসে সান্ত্বনা দিতে দেখা যায় স্ত্রী নন্দিনীকে।
কিন্তু রবিবার, ২০১৭ সালের প্রথম দিনে তাপস পালকে দেখা গেল হাসিমুখে। রবিবার সকালে ভুবনেশ্বরের সরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয় মেডিক্যাল চেকআপের জন্য। তিন দিনের সিবিআই হেফাজতে রয়েছেন তিনি কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে প্রত্যেকদিন মেডিক্যাল চেক আপ করাতে হবে। এই কারণেই রবিবার সকালে তাঁকে ভুবনেশ্বরের ক্যাপিটাল হসপিটালে নিয়ে আসা হয় সকাল ১১টা নাগাদ।
হাসপাতালের সামনে সাংবাদিকদের উদ্দেশে তাঁকে হাসিমুখে বলতে শোনা যায়, ‘দোষী নই, নির্দোষ। সত্যটা বেরিয়ে আসুক। নতুন বছর সবার ভাল কাটুক।’ সঙ্গে সঙ্গেই তাপসকে প্রশ্ন করা হয় যে তাঁকে কি রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে? এর উত্তরে তাপস পাল চুপ করে থাকলেও মুখ খোলেন তাঁর স্ত্রী নন্দিনী। প্রথমে তিনি বলেন, ‘তাপস কোনও টাকা নেননি।’ এর পরে তাঁকেও আবার প্রশ্ন করা হয় যে তাপস পালকে কোনও রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে কি না। উত্তরে তিনি বলেন, ‘সেটা আমার মনে হয় দলে যাঁরা সিনিয়র নেতা আছেন তাঁরা বলতে পারবেন।’
মেডিক্যাল চেকআপের পরে আবারও তাঁকে জেরা করা হবে বলে জানা গিয়েছে। সিবিআই কর্তাদের ধারণা, তাপস পাল যে দু’তিনরকম সই করেছেন রোজভ্যালির বিভিন্ন নথিতে, সেটা উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে জেরার প্রশ্ন বার বার এড়িয়ে যাচ্ছেন তাপস। তার পরেও নতুন বছরের শুরুতে তাঁর হাসিমুখ ও নিজেকে নির্দোষ ঘোষণা অবশ্যই তাৎপর্যপূর্ণ। এটা কি নিছকই সাংবাদিকদের সামনে নিজেকে সপ্রতিভ রাখার চেষ্টা? আর কোন সত্য উন্মোচনের ইঙ্গিত দিচ্ছেন তিনি? সেটা অবশ্য ভবিষ্যতই বলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন